Partha Chatterjee, SSC Scam: গ্রিন করিডোর দিয়ে বিমানবন্দরে পার্থ, তৈরি মেডিক্যাল টিম; কবে শুরু জেরা?

অ্যাম্বুলেন্স এর মধ্যে আইনজীবী, চিকিৎসক ও ইডি আধিকারিক রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এইমসে তৈরি রয়েছে চার সদস্যের মেডিকেল বোর্ড। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিকেলের মধ্যে রিপোর্ট তৈরি করার। 

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Jul 25, 2022, 12:31 PM IST
Partha Chatterjee, SSC Scam: গ্রিন করিডোর দিয়ে বিমানবন্দরে পার্থ, তৈরি মেডিক্যাল টিম; কবে শুরু জেরা?
নিজস্ব চিত্র

অয়ন ঘোষাল: অবশেষে সোমবার সকাল ৭.৩০ মিনিটে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বের করে নিয়ে যাওয়া হল দমদম বিমানবন্দরের দিকে। সেখান থেকে এয়ার আয়ম্বুলান্সে তাঁকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি জানায় ভুবনেশ্বর এইমস হাসপাতালে তাদের পরিকাঠামো রয়েছে যেখানে তাঁর চিকিৎসার পাশাপাশি জেরা করা সম্ভব। বিমানবন্দরে তাঁকে নিয়ে যাওয়া এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলান্সে করে ভুবনেশ্বর নিয়ে গিয়ে সেখান থেকে এইমস (AIIMS) পৌঁছানোর সব ব্যবস্থা করেছে ইডি (ED)। 

অ্যাম্বুলেন্স এর মধ্যে আইনজীবী, চিকিৎসক ও ইডি আধিকারিক রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এইমসে তৈরি রয়েছে চার সদস্যের মেডিকেল বোর্ড। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিকেলের মধ্যে রিপোর্ট তৈরি করার। 

আরও পড়ুন: Partha Chatterjee, SSC Scam: এসএসকেএম-এর বদলে এইমস, সোমবার সকালেই ভুবনেশ্বরের পথে গ্রেফতার পার্থ

জানা গিয়েছে রিপোর্টে যদি জানা যায় পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার সঙ্গে যদি জেরা করার সম্ভব তাহলে শুরু হয়ে যাবে তাঁর জেরা। অন্যথায় তাঁর জেরা পিছিয়ে যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের সুস্থ হওয়া পর্যন্ত। অন্যদিকে সোমবার নিম্ন আদালতে হাজিরার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ফলত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর আইনজীবী ভারচুয়ালি যোগ দেবেন এই হাজিরায়।

অন্যদিকে কলকাতা বিমানবন্দরকে নিরাপত্তার চাদরে মুরে ফেলেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। অ্যাম্বুলান্স বিমানবন্দরে প্রবেশ করা থেকে শুরু করে বিমানে পৌঁছান পর্যন্ত এলাকা নিরাপত্তার ঘেরাটোপে মুরে ফেলেছে তারা।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.