নেতাজীকে খুন করেছিলেন স্তালিন, দাবি সুব্রহ্মনম স্বামীর
বিমান দুর্ঘটনায় নয় তদানীন্তন সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্তালিনের নির্দেশেই নাকি খুন করা হয়েছিল নেতাজী সুভাষ চন্দ্র বসুকে! আজ কলকাতায় এসে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী।
![নেতাজীকে খুন করেছিলেন স্তালিন, দাবি সুব্রহ্মনম স্বামীর নেতাজীকে খুন করেছিলেন স্তালিন, দাবি সুব্রহ্মনম স্বামীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/01/10/33576-swamy.jpg)
কলকাতা: বিমান দুর্ঘটনায় নয় তদানীন্তন সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্তালিনের নির্দেশেই নাকি খুন করা হয়েছিল নেতাজী সুভাষ চন্দ্র বসুকে! আজ কলকাতায় এসে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী।
১৯৪৫ সালে কিংবদন্তী স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসুর রহস্যমৃত্যুর ফাইলের গোপনীয়তার মুক্তি দাবি করেছেন স্বামী। বিতর্কিত এই বিজেপি নেতার মতে সাইবেরিয়াতে স্তালিন খুন করেছিলেন নেতাজীকে।
আজ কলকাতায় বণিকসভার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে স্বামী বলেছেন নতুন করে সুভাষ বসুর মৃত্যু তদন্তের গুপ্ত ফাইল খোলা হলে ভারতের সঙ্গে ব্রিটেন ও রাশিয়ার সম্পর্ক বিপন্ন হতে পারে। তবে এই নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।