মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে নতুন প্যাকেজ ঘোষনা রাজ্য সরকারের

মাওবাদীদের মূলস্রোতে ফেরাতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। আত্মসমর্পণকারী মাওবাদীদের পরিবারের সদস্যদেরও নানা সুযোগসুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য শিক্ষা এবং বাসস্থান বাবদ প্রত্যেক পরিবারকে ন্যূনতম ছয় থেকে আট হাজার টাকা প্রতিমাসে দেওয়া হবে।

Updated By: Mar 14, 2014, 11:20 PM IST

মাওবাদীদের মূলস্রোতে ফেরাতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। আত্মসমর্পণকারী মাওবাদীদের পরিবারের সদস্যদেরও নানা সুযোগসুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য শিক্ষা এবং বাসস্থান বাবদ প্রত্যেক পরিবারকে ন্যূনতম ছয় থেকে আট হাজার টাকা প্রতিমাসে দেওয়া হবে।

পরিবারের প্রতিটি সদস্যকে স্বাস্থ্য খাতে মাসে পাঁচশো টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বাড়ি ভাড়া বাবদ মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও আত্মসমর্পণকারী মাওবাদীর পরিবারের পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পর্যন্ত মাসে পাঁচশো টাকা করে পাবে। উচ্চমাধ্যমিকের পর মিলবে দেড়হাজার টাকা সাহায্য। ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি। তাই, এই নতুন পরিকল্পনা ঘোষণার জন্য অনুমতি চেয়ে কমিশনকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব।

.