রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি রাজ্য বিজেপি
কলকাতা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করল রাজ্য বিজেপি নেতৃত্ব। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে এই দাবি জানিয়েছেন তাঁরা। এরাজ্যে বিজেপিসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর তৃণমূলের হামলা বাড়ছে বলেও অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলে রাহুল সিন্হা ছাড়াও ছিলেন বলবীর পুঞ্জ, কীর্তি আজাদ সহ অন্যান্যরা। ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সিদ্ধার্থ নাথ সিং।
গত সাতই জুন বীরভূমের ইলামবাজারে খুন হন বিজেপি নেতা রহিম আলম। এরপরেই ঘটনাস্থল পরিদর্শনে যায় বিজেপির প্রতিনিধি দল। এদিন ওই প্রতিনিধি দলের তরফে বিজেপি নেতা খুনের ঘটনা এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করা হয় বিজেপি সভাপতি অমিত শাহের কাছে। রিপোর্টে বিজেপি নেতৃত্ব অমিত শাহকে জানিয়েছেন, এরাজ্যে বিরোধীদের ওপর শাসক দলের হামলা বাড়ছে। দলের শক্তি বাড়ায় তৃণমূলের আক্রমণের শিকার হচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকেরাও।
রাজ্যে বিরোধীদের ওপর হামলার ঘটনা বাড়তে থাকায় অমিত শাহের কাছে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপির প্রতিনিধিরা। পাশাপাশি চব্বিশ ঘণ্টাকে ফোনে বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, এরাজ্যে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য রোড ম্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন অমিত শাহ।