ডেঙ্গি রোগীর চিকিত্সায় গাফিলতি হলে হাসপাতাল ও ডাক্তারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

আঁটঘাঁট বেঁধে ডেঙ্গি নিয়ন্ত্রণে নেমে পড়ল রাজ্যের প্রশাসন।

Updated By: Jun 19, 2019, 07:06 PM IST
ডেঙ্গি রোগীর চিকিত্সায় গাফিলতি হলে হাসপাতাল ও ডাক্তারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন: বর্ষা আসার আগে ডেঙ্গির মোকাবিলায় নেমে পড়ল রাজ্য সরকার। উপযুক্ত পরিকাঠামো ছাড়া ডেঙ্গি রোগীকে ভর্তি নিলে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। 
   
আঁটঘাঁট বেঁধে ডেঙ্গি নিয়ন্ত্রণে নেমে পড়ল রাজ্যের প্রশাসন। পুর কর্তৃপক্ষের সঙ্গে এদিন বৈঠক হয় রাজ্যের স্বাস্থ্য কর্তাদের। বিশেষ পর্যবেক্ষণ দল তৈরি করেছে স্বাস্থ্য দফতর। পুরসভা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে বিশেষজ্ঞদের দল যাবে সরকারি ও বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁরা চিকিত্সার পরিকাঠামো খতিয়ে দেখবেন। ডেঙ্গি প্রশমনে নির্দিষ্ট সরঞ্জাম রয়েছে কিনা তাও দেখবে ওই দল।

বর্ষার আসার সঙ্গে সঙ্গে শহরে হানা দেয় ডেঙ্গি। প্রতিবছরই বেশ কয়েকজন প্রাণ হারান ডেঙ্গিতে। বেশ কয়েকটি ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিও নজরে এসেছে। সে কারণে এবার আগে থেকে তত্পর হল প্রশাসন। 

আরও পড়ুন- মধ্যরাতে ঊষসীকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার ফরদিন, সাবির, ইমরান-সহ ৭ অভিযুক্ত

.