সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কিনবে রাজ্য সরকার

আলুর ফলন বেশি হওয়ায় সিদ্ধান্ত নবান্নের। 

Updated By: Feb 23, 2019, 09:13 PM IST
সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কিনবে রাজ্য সরকার

সুতপা সেন: চলতি বছর ফলন বেশি হওয়ায় শুক্রবার রাজ্যবাসীকে বেশি করে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আলু চাষিদের স্বার্থে পদক্ষেপ করল রাজ্য সরকার। 

শুক্রবার মমতা বলেছিলেন,''আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পাপড়ি ও আলুর দম খান। আলু দিয়ে মাছের ঝোলও খেতে ভাল লাগে''। বেশি করে আলু খেলে বেশি আলু বিক্রি হবে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী।

কৃষি দফতরের খবর, কৃষকদের কাছ থেকে কিলো পিছু সাড়ে পাঁচ টাকায় কৃষকদের কাছ থেকে আলু কেনা হবে। এজন্য সরকারের খরচ হবে ৫৫০ কোটি টাকা। মোট ১০ হাজার মেট্রিক টন আলু কিনবে রাজ্য সরকার। এর জন্য ব্লকে ব্লকে শিবির করা হবে। ঠিক যেভাবে ধান কেনা হয়, সেভাবেই সরাসরি কৃষকদের থেকে আলু কেনা হবে।  সেই আলু রাখা হবে হিমঘরে। তারপর তা সুফল বাংলার স্টলে বিক্রি করা হবে। মিড ডে মিলেও ব্যবহার করা হবে।

আরও পড়ুন- ভিডিয়ো: টমাটোর বদলা পরমাণু বোমায়, হুঁশিয়ারি দিতে গিয়ে হাসালেন পাক সাংবাদিক

চলতি বছর আলুর ফলন ভাল হয়েছে বলে খবর। ফলে বাজারে কম দামে কৃষকরা আলু বিক্রি করতে বাধ্য হতে পারেন বলে মনে করা হচ্ছে। আর সে কারণে এগিয়ে আসল রাজ্য সরকার। পরের মরসুমে অন্য সবজি চাষের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।    

.