রাজ্য কমিটির অধিবেশনে আন্দোলনের খসড়া পেশ করলেন বিমান বসু

আজ থেকে শুরু হচ্ছে সিপিআইএমের ২৩তম রাজ্য কমিটির দ্বিতীয় অধিবেশন। মুজফফর আহমেদ ভবনের আবদুল হালিম সভাকক্ষে অধিবেশন শুরু হবে।

Updated By: Mar 30, 2012, 11:12 AM IST

শুক্রবার সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে আন্দোলন এবং সাংগঠনিক কাজের রূপরেখা পেশ করলেন রাজ্য সম্পাদক বিমান বসু। এই বৈঠকে সভাপতিত্ব করেন নিরুপম সেন। বুধবার রাজ্য কমিটির বৈঠকে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়াকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে। ঠিক হয়েছে, ২৩ থেকে ২৭ এপ্রিল রাজ্যের সব জেলায় ১৭ দফা দাবিতে আন্দোলন হবে। বামপন্থী শ্রমিক, কৃষক, মহিলা, যুব, ছাত্র ও সাংস্কৃতিক কর্মীরা এই আন্দোলনে সামিল হবেন। পদযাত্রা ছাড়াও ব্লকস্তরে জমায়েত কর্মসূচি নেওয়া হয়েছে। ৩১ মে পর্যন্ত সব জেলায় দলের শিক্ষা শিবির অনুষ্ঠিত হবে। এবারই রাজ্য কমিটির সদস্য হলেন জলপাইগুড়ি জেলার সিপিআইএম সম্পাদক কৃষ্ণ ব্যানার্জি।

.