ভাতা বাড়ছে রাজ্যের মন্ত্রীদের

এক ধাক্কায় ২০ হাজার টাকা ভাতা বাড়ছে রাজ্যের মন্ত্রীদের! সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিদিন দফতরে উপস্থিত থাকার জন্য মন্ত্রীরা একহাজার টাকা করে ভাতা পাবেন।

Updated By: Nov 19, 2011, 02:58 PM IST

এক ধাক্কায় ২০ হাজার টাকা ভাতা বাড়ছে রাজ্যের মন্ত্রীদের! সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিদিন দফতরে উপস্থিত থাকার জন্য মন্ত্রীরা একহাজার টাকা করে ভাতা পাবেন।
শনি, রবি ছুটির দিন বাদ দিলে, সাধারণভাবে কুড়ি দিন দফতরে উপস্থিত থাকেন মন্ত্রীরা। মাসে কুড়িদিন শুধু উপস্থিতির জন্যেই মন্ত্রীরা পাবেন কুড়ি হাজার টাকা। এছাড়াও মাসিক বেতন আট হাজার টাকা পাবেন মন্ত্রীরা। ইতিমধ্যেই এব্যাপারে অর্ডিন্যান্স জারি করেছে রাজ্য সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে সেই অর্ডিন্যান্সকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
একইসঙ্গে বিধানসভায় উপস্থিত হলে বিধায়কদের ভাতাও সাড়ে সাতশো টাকা থেকে বেড়ে হাজার টাকা করা হচ্ছে। বহু ক্ষেত্রে অর্থাভাবের কারণে সরকারি কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। স্বভাবতই রাঝ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

.