বাগুইআটির কালীমন্দিরে চুরি বিগ্রহের গয়না
জোড়াখুনের পর এবার বড়সড় চুরি বাগুইআটিতে। রবিবার রাতে বাগুইআটির চালপট্টি এলাকায় কালীমন্দিরে চুরি হয়ে গেল বিগ্রহের গয়না। ভোরবেলা মন্দিরের দরজার তালা ভাঙা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। দরজা খুলে তাঁরা দেখেন বিগ্রহের সব গয়নাই চুরি হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস।
জোড়াখুনের পর এবার বড়সড় চুরি বাগুইআটিতে। রবিবার রাতে বাগুইআটির চালপট্টি এলাকায় কালীমন্দিরে চুরি হয়ে গেল বিগ্রহের গয়না। ভোরবেলা মন্দিরের দরজার তালা ভাঙা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। দরজা খুলে তাঁরা দেখেন বিগ্রহের সব গয়নাই চুরি হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। স্থানীয় সূত্রে খবর, চুরি গিয়েছে আনুমানিক ৬০ ভরি সোনা ও ৫ থেকে ৬ কেজি রুপোর গয়না। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিস। প্রসঙ্গত, গত শনিবারই বাগুইআটির অশ্বিনীনগরে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মা ও মেয়ের মৃতদেহ। পুলিসের অনুমান, ধারাল অস্ত্র দিয়েই খুন করা হয়েছে তাঁদের। সেই ঘটনার এখনও কিনারা হয়নি। ঠিক দুদিনের মাথায় ফের চালপট্টি এলাকায় মন্দিরে চুরি। জোড়া খুনের পর মন্দিরে বড়সড় চুরির ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনিক তত্পরতা নিয়ে।