ধর্মতলায় ধৃত মণিপুরের জঙ্গি নেতা

কাংলেইপিক কমিউনিস্ট পার্টির নেতা নেলসন। জানা যাচ্ছে, নিষিদ্ধ এই সংগঠনটির সঙ্গে যোগাযোগ রয়েছে  একাধিক জঙ্গি সংগঠনের।

Updated By: Sep 9, 2018, 03:55 PM IST
ধর্মতলায় ধৃত মণিপুরের জঙ্গি নেতা

নিজস্ব প্রতিবেদন: কলকাতায় গ্রেফতার সন্দেহভাজন মণিপুরি জঙ্গি। রবিবার সকালে ধর্মতলা বাস টার্মিনাস থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ ধৃতের বিরুদ্ধে সোনার দোকানের ডাকাতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:  পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!

পুলিস সূত্রে জানা গিয়ছে, ধৃতের নাম নেলসন সিং ওরফে চিংখেই খুমান।  কাংলেইপিক কমিউনিস্ট পার্টির নেতা নেলসন। জানা যাচ্ছে, নিষিদ্ধ এই সংগঠনটির সঙ্গে যোগাযোগ রয়েছে  একাধিক জঙ্গি সংগঠনের।

নেলসন ও তার দলের  সঙ্গে নেপালের মাওবাদীদের যোগাযোগ রয়েছে বলেও গোয়েন্দা সূত্রে খবর।  দেশের অন্য মাওবাদী সংগঠনগুলিরও যোগাযোগ রয়েছে এই গোষ্ঠীর ।

আরও পড়ুন: এ কী হল কেষ্টর! সকলের সামনে হাউ হাউ করে কেঁদে ফেললেন অনুব্রত মণ্ডল

নেলসনের বিরুদ্ধে একটি সোনার দোকানে কয়েক লক্ষ টাকার ডাকাতির অভিযোগও রয়েছে। দীর্ঘদিন ধরেই নেলসনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল এসটিএফ।  গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে ধর্মতলা বাস টার্মিনাসে জাল পাতেন গোয়েন্দারা।  সেখান থেকেই ধরা পড়ে নেলসন সিং ওরফে চিংখেই খুমান।

আরও পড়ুন: পর্দাফাঁস! মোমোকাণ্ডে রাজ্যে প্রথম গ্রেফতারি, ধৃত সম্ভ্রান্ত পরিবারের মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্র! জানেন কেন তিনি করেছেন এমন কাজ?

 

 

.