ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল নন্দন চত্বর
খাস নন্দন চত্বর উত্তাল হল ছাত্রছাত্রীদের বিক্ষোভে। মঙ্গলবার সন্ধ্যায় চলচিত্র উত্সব চলাকালীন বেশ কয়েকজন ছাত্রছাত্রী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। প্ল্যাকার্ডে ছাত্রছাত্রীদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর করা বক্তব্য, শিক্ষায় নয়া অর্ডিনান্স জারি প্রভৃতির বিরোধিতা করা হয়।
খাস নন্দন চত্বর উত্তাল হল ছাত্রছাত্রীদের বিক্ষোভে। মঙ্গলবার সন্ধ্যায় চলচিত্র উত্সব চলাকালীন বেশ কয়েকজন ছাত্রছাত্রী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। প্ল্যাকার্ডে ছাত্রছাত্রীদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর করা বক্তব্য, শিক্ষায় নয়া অর্ডিনান্স জারি প্রভৃতির বিরোধিতা করা হয়। প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী অল বেঙ্গল স্টুডেন্টস ইউনিয়নের নামে মাওবাদীরা এরাজ্যে নয়া ছাত্র সংগঠন তৈরি করছে বলে জানান। ভিড়ে ঠাসা নন্দন চত্বরে ছাত্রছাত্রীদের আচমকা এই আন্দোলনে পুলিস প্রথমে কিছুটা হকচকিয়ে যায়। পরে তাঁদের নন্দন চত্বরে পুলিসের একটি অস্থায়ী ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন কলকাতা পুলিসের পদস্থকর্তারা। পরে ধৃত পাঁচ ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় হেস্টিংস থানায়।