প্রাইমারি ওয়ানের ছাত্রীকে চড় মারলেন শিক্ষিকা
শিক্ষিকার নির্দেশে ঠিকমত লিখতে পারেনি এবিসিডি। সেকারণে প্রিপারেটরি ওয়ানের ৪ বছর ৩ মাস বয়সের ছাত্রীকে সপাটে দুটি চড় মারলেন শিক্ষিকা। বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুলে। ওই ছাত্রীর নাম সঞ্চিতা ভৌমিক। অভিযুক্ত শিক্ষিকার নাম শান্তা হাজরা। শিক্ষিকার চড়ে কানের শিরা ছিঁড়ে গেছে ওই ছাত্রীর।
শিক্ষিকার নির্দেশে ঠিকমত লিখতে পারেনি এবিসিডি। সেকারণে প্রিপারেটরি ওয়ানের ৪ বছর ৩ মাস বয়সের ছাত্রীকে সপাটে দুটি চড় মারলেন শিক্ষিকা। বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুলে। ওই ছাত্রীর নাম সঞ্চিতা ভৌমিক। অভিযুক্ত শিক্ষিকার নাম শান্তা হাজরা। শিক্ষিকার চড়ে কানের শিরা ছিঁড়ে গেছে ওই ছাত্রীর।
গতকাল ছুটির সময়ে স্কুলে গিয়ে মেয়েকে কাঁদতে দেখেন মা অঞ্জলি ভৌমিক। জিজ্ঞাসা করে জানতে পারেন শিক্ষিকা চড় মেরেছেন তাকে। এঘটনা জানার পর মেয়েকে চিকিত্সার জন্য শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যান তিনি। প্রথমে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি সঞ্চিতার বাবা-মা। তবে আজ সকালে আতঙ্কে স্কুলে যেতে চায়নি সঞ্চিতা। এরপর স্কুলে গিয়ে অন্যান্য অভিভাবকদের সঙ্গে কথা বলেন সঞ্চিতার বাবা-মা।
অভিভাবকদের পরামর্শে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। সোমবার তাঁরা বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন সঞ্চিতার বাবা সঞ্জীব ভৌমিক।