প্রতিবাদে রবীন্দ্রভারতীর নাট্যবিভাগের ছাত্রছাত্রীরা

জোড়াসাঁকো থেকে বিটি রোডে ক্যাম্পাস সরিয়ে আনার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন রবীন্দ্রভারতীর নাট্যবিভাগের ছাত্রছাত্রীরা। এবার তাঁদের সমর্থনে পথে নামলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও। আজ অ্যাকাডেমির সামনে মুক্তমঞ্চে ছাত্রছাত্রীদের বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন সাংসদ কবীর সুমন থেকে শুরু করে কৌশিক সেন, চন্দন সেনের মত বহু বিশিষ্ট ব্যক্তি।

Updated By: Feb 4, 2012, 10:08 PM IST

জোড়াসাঁকো থেকে বিটি রোডে ক্যাম্পাস সরিয়ে আনার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন রবীন্দ্রভারতীর নাট্যবিভাগের ছাত্রছাত্রীরা। এবার তাঁদের সমর্থনে পথে নামলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও। আজ অ্যাকাডেমির সামনে মুক্তমঞ্চে ছাত্রছাত্রীদের বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন সাংসদ কবীর সুমন থেকে শুরু করে কৌশিক সেন, চন্দন সেনের মত বহু বিশিষ্ট ব্যক্তি।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগ জোড়াসাঁকো থেকে বিটি রোড ক্যাম্পাসে সরিয়ে আনার প্রতিবাদে পথে নামলেন ছাত্রছাত্রীরা। কলকাতার অ্যাকাডেমী অফ ফাইন আর্টসের সামনে মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ করলেন বিশ্ব বিদ্যালয়ের নাট্য বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, বিটি রোড ক্যাম্পাসে প্রাকটিক্যাল ক্লাসের কোনও পরিকাঠামো নেই।
ছাত্র-ছাত্রীদের দাবিকে সমর্থন জানাতে প্রতিবাদ মঞ্চে হাজির হন যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমন। ছিলেন অভিনেতা কৌশিক সেন, চন্দন সেন সহ নাট্য-সঙ্গীত ও সাহিত্য জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঐতিহ্যবাহী ভবন। এই যুক্তিতে ২০০৭ সালে অন্যান্য বিভাগের মতো নাট্য বিভাগকেও জোড়াসাঁকো থেকে বিটি রোড ক্যাম্পাসে সরিয়ে আনা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্তে অনড় থাকায় দোসরা জানুয়ারি থেকে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বয়কট শুরু করছেন নাট্য বিভাগের ছাত্র ছাত্রীরা।

.