সুচিত্রা সেনের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক, বুকে অনেকটাই ছড়িয়েছে সংক্রমণ

Legendary actor Suchitra Sen is undergoing treatment at a private nursing home in the city for respiratory tract infection, hospital sources said on Saturday. The reclusive Sen, now 82, is responding to treatment well but it will take several more days for her to recover completely. She has been administered antibiotics and is on oxygen.

Updated By: Dec 29, 2013, 04:46 PM IST

সুচিত্রা সেনের শারীরিক অবস্থা উদ্বেগজনক। অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মেডিক্যাল বোর্ডের চিকিত্‍সকরা। চিকিত্‍সকরা জানিয়েছেন, বুকে অনেকটাই ছড়িয়েছে সংক্রমণ। শরীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। রক্তে শর্করার মাত্রা ওঠা নামা করছে। রবিবার তাঁর বুকের সিটিস্ক্যান ও এক্স-রে করা হয়েছে বলে জানানো হয়েছে।

চিকিত্‍সকরা চেষ্টা চালাচ্ছেন সংক্রমণ নিয়ন্ত্রণে আনার। বেসরকারি নার্সিংহোমের মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, "এখনও সঙ্কটজনক সুচিত্রা সেন। তাঁর অ্যান্টি বায়োটিক কোর্স চলছে।"

চিকিত্‍সকরা সঙ্গে জানিয়েছেন, বয়সের কারণে সমস্যা বেড়েছে বাঙালির স্বপ্নের নায়িকার। তবে আশা ছাড়ছেন না অভিনেত্রীর চিকিত্‍সায় নিযুক্ত মেডিক্যাল বোর্ড। জানানো হেয়ছে, "পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।" ফলে এখনই বাড়ি ফেরার সম্ভাবনা নেই সুচিত্রা সেনের। সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। অভিনেত্রীর শারীরিক অবস্থার ওপর ২৪ ঘণ্টাই নজর রেখে চলেছেন চিকিত্‍সকরা। কাল তাঁকে আরও একবার পরীক্ষা করবে মেডিক্যাল বোর্ড।

.