তাপসের ফের পুলিস হেফাজত, সুদীপ-তাপস মুখোমুখি জেরার কথা ভাবছে CBI
উত্তর মেলেনি, তাই আরও কয়েকদিন শ্রীঘরেই থাকতে হবে তাপস পালকে। ৩১ ডিসেম্বর রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদকে গ্রেফতার করে CBI। সেদিনই তাঁকে ওড়িশার ভুবনেশ্বরে নিয়ে যায় CBI অধিকর্তারা। নতুন বছরের তৃতীয় দিনে CBI রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করে তৃণমূলের আরও এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দুই সাংসদকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছে CBI। সেই কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার কথা ভাবছে তাঁরা। সম্ভবত রাতের বিমানে নিয়ে যাওয়া হতে পারে সুদীপকে।
কলকাতা: উত্তর মেলেনি, তাই আরও কয়েকদিন শ্রীঘরেই থাকতে হবে তাপস পালকে। ৩১ ডিসেম্বর রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদকে গ্রেফতার করে CBI। সেদিনই তাঁকে ওড়িশার ভুবনেশ্বরে নিয়ে যায় CBI অধিকর্তারা। নতুন বছরের তৃতীয় দিনে CBI রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করে তৃণমূলের আরও এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দুই সাংসদকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছে CBI। সেই কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার কথা ভাবছে তাঁরা। সম্ভবত রাতের বিমানে নিয়ে যাওয়া হতে পারে সুদীপকে।
তৃণমূলের দুই সাংসদের গ্রেফতার হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল। পুরনো বছরে তাপস পাল, নতুন বছরে সুদীপ বন্দোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দোপাধ্যায়ের গ্রেফতারিতে বিপাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, এই অভিযোগ আগেই করেছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরকে ও'ব্রায়েন। তাপস পালের গ্রেফতারের ৭২ ঘণ্টার মধ্যেই তৃণমূলের লোকসভার নেতাকে শ্রীঘরে ঢুকিয়ে দিতেই অল আউট অ্যাটাকে নেমেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ রাজ্যে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। "আমার হাতেও সরকার আছে, চাইলে আমিও গ্রেফতার করতে পারি", প্রতিক্রিয়া বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
This arrest has been made under pressure from the PMO: Mamata Banerjee
— AITC (@AITCofficial) January 3, 2017
Chitfunds mushroomed under CPI(M). Babul Supriyo and Sujan Chakraborty must be arrested next: Mamata Banerjee
— AITC (@AITCofficial) January 3, 2017
From tomorrow, Trinamool will launch protests and dharnas: Mamata Banerjee
— AITC (@AITCofficial) January 3, 2017