স্বাস্থ্য ব্যবস্থায় হাল ফেরাতে রাজ্যের পাশে সুদীপ বন্দ্যোপাধ্যায়

রাজ্যের স্বাস্থ্যের হাল ফেরাতে এবার উদ্যোগী হলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাতে আছে স্বাস্থ্য দফতর। একের পর এক শিশু মৃত্যুর ঘটনায সমালোচনার মুখেও পড়তে হয়েছে সরকারকে।  এই অবস্থায় সুদীপবাবুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

Updated By: Nov 1, 2011, 01:34 PM IST

রাজ্যের স্বাস্থ্যের হাল ফেরাতে এবার উদ্যোগী হলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাতে আছে স্বাস্থ্য দফতর। একের পর এক শিশু মৃত্যুর ঘটনায সমালোচনার মুখেও পড়তে হয়েছে সরকারকে।  এই অবস্থায় সুদীপবাবুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। স্বাস্থ্য দফতরের দায়িত্বে মুখ্যমন্ত্রী নিজেই। দায়িত্বভার গ্রহণের পর তিনি নিজে গেছে হাসপাতালে। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। বরং সম্প্রতি বিসি রায় হাসপাতালে  শিশুমৃত্যুর ঘটনায় জেরবার হতে হচ্ছে সরকারকে। দিল্লিতে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্যপালের উদ্বেগ আরও অস্বস্তি বাড়িয়েছে সরকারের। এই অবস্থায় মুখ্যমন্ত্রীকে বিতর্কের হাত থেকে বাঁচাতে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে কোনও না কোনও হাসপাতালে যাচ্ছেন তিনি। পরিকাঠামোর কোথায় গলত তা নিয়ে কথা বলছেন কর্তৃপক্ষের সঙ্গেও। যেমন, বিসি রায় হাসপাতাল। গত জুন মাসে শিশুমৃত্যুর ঘটনায় পর হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরকারি নানা কাজে ব্যস্ত থাকায় যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক ছুটে গেছেন সুদীপবাবু। সোমবার বিসি রায় হাসপাতালে গিয়ে বৈঠক করেছেন কর্তৃপক্ষের সঙ্গে। এই বিতর্ক থেকে মুখ্যমন্ত্রীকে আড়াল করতে তিনি যে কতটা উদ্যোগী তাও স্পষ্ট করে দিয়েছেন। প্রথম দফায় তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দলের অভ্যন্তরে কম বিতর্ক হয়নি। দ্বিতীয় দফায় মন্ত্রী হয়েছেন তিনি। তবে অতীতের সব কথা ভুলে সংসদীয় রজনীতিতে দক্ষ সুদীপবাবু মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে যেভাবে উদ্যোগী হয়েছেন তাতে খুশী দলের সকলেই।

.