চব্বিশ ঘণ্টার মধ্যেই ভোলবদল সারদা কর্তার, চিঠি নিয়ে বিভ্রান্তিতে সিবিআই

সিবিআইকে লেখা সুদীপ্ত সেনের চিঠি ঘিরে দানা বাঁধছে রহস্য। আঠারো পাতার চিঠিটি কি সুদীপ্ত সেনের নিজের লেখা? এতদিন তেমনটা দাবি করলেও মত বদলেছেন সারদা কর্তা। জেরায় তাঁর দাবি, ওই চিঠি তাঁর লেখা নয়। চরম বিভ্রান্তিতে তদন্তকারীরা।

Updated By: Jun 19, 2014, 07:02 PM IST

সিবিআইকে লেখা সুদীপ্ত সেনের চিঠি ঘিরে দানা বাঁধছে রহস্য। আঠারো পাতার চিঠিটি কি সুদীপ্ত সেনের নিজের লেখা? এতদিন তেমনটা দাবি করলেও মত বদলেছেন সারদা কর্তা। জেরায় তাঁর দাবি, ওই চিঠি তাঁর লেখা নয়। চরম বিভ্রান্তিতে তদন্তকারীরা।

সারদা কেলেঙ্কারি সামনে আসার পরই গা ঢাকা দেন সারদা কর্তা সুদীপ্ত সেন। প্রকাশ্যে আসে সিবিআইকে লেখা তাঁর আঠারো পাতার চিঠি। চিঠিটি লেখা হয়েছিল ২০১২-এর ৬ এপ্রিল। ১৮ পাতা বয়ান ছাড়াও ছিল বেশকিছু সংযুক্তি। সংযুক্তিতে সারদার পতনের জন্য কয়েকজনের নাম ছিল। সিবিআই-এর দুর্নীতি দমন শাখাকে লেখা হয়েছিল চিঠিটি। চিঠির প্রত্যেক পাতায় সুদীপ্ত সেনের সই ছিল

গত ১৬ জুন আদালতে সারদা কর্তার লেখা চিঠিকে এফআইআর হিসাবে গন্য করার আবেদন জানান তাঁর আইনজীবী। বুধবারের জেরায় সুদীপ্ত সেন স্বীকার করেন ওই চিঠি তাঁর নিজের লেখা। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যেই ভোলবদল। বৃহস্পতিবারই সারদা কর্তাকে বেশকয়েকটি পুরনো খবরের কাগজ দেখান তদন্তকারীরা। যেখানে চিঠি লেখার কথা অস্বীকার করেছেন তিনি। এরপরই জেরায় একের পর বিভ্রান্তিকর তথ্য দিতে শুরু করেন সারদা কর্তা ।

বিভ্রান্তি ১- চিঠিটি যদি সুদীপ্ত সেনের লেখা না হয় তবে কার লেখা?
বিভ্রান্তি ২- চিঠিতে সই তাঁর নিজের স্বীকার করেছেন সুদীপ্ত সেন, চিঠি না লিখলে তাঁর সই কেন?
বিভ্রান্তি ৩- ১৮ পাতার বয়ানে ৪টি সংযুক্তি উল্লেখ থাকলেও ২টি মিলেছে, বাকি সংযুক্তিটি কোথায়?
বিভ্রান্তি ৪- কি ছিল সেই সংযুক্তিতে?

.