'গরমেতে ছটফট, ক্যালকাটা ভেরি হট...'
আবহাওয়ার মেজাজ মর্জি বোঝা দায়। হঠাৎ করেই অসহ্য গরমে হাঁসফাস করছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবারের কালবৈশাখি খানিক স্বস্তি দিলেও তারপর থেকেই দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অনুযায়ী একদিকে যেমন হুহু করে রোদের তেজ বাড়ছে, তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও।
ব্যুরো: আবহাওয়ার মেজাজ মর্জি বোঝা দায়। হঠাৎ করেই অসহ্য গরমে হাঁসফাস করছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবারের কালবৈশাখি খানিক স্বস্তি দিলেও তারপর থেকেই দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অনুযায়ী একদিকে যেমন হুহু করে রোদের তেজ বাড়ছে, তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রি ছাড়িয়েছে। কলকাতাতেও শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যায়। ফলে এপ্রিলের প্রথম সপ্তাহেই তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। ঘামে ভিজে নাকাল নগরবাসী এখন আকাশের দিকে চাতকের মত চেয়ে আছেন। যদি ছিটে ফোটা বৃষ্টির দেখা মেলে...