বইমেলা জুড়ে সুনীল

ঊনত্রিশে জনুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। অথচ এবার নেই নীললোহিত। এই নির্মম সত্যিটাকে মেনে নেওয়া বাঙালির পক্ষে বড়ই কঠিন। শুধু সবার স্মৃতিতে উজ্জ্বল থাকবেন তিনি। তাঁর স্মরণে এ বার একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে গিল্ড। 

Updated By: Oct 27, 2012, 08:54 PM IST

ঊনত্রিশে জনুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। অথচ এবার নেই নীললোহিত। এই নির্মম সত্যিটাকে মেনে নেওয়া বাঙালির পক্ষে বড়ই কঠিন। শুধু সবার স্মৃতিতে উজ্জ্বল থাকবেন তিনি। তাঁর স্মরণে এ বার একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে গিল্ড। 
প্রথম বইমেলা থেকেই যুক্ত ছিলেন তিনি। বইমেলা ছিল তাঁর কাছে আবেগের, ভালবাসার মিলনক্ষেত্র। উদ্বোধনী অনুষ্ঠানে বহুবার পৌরোহিত্যও করেছেন। অথচ এ বারের বইমেলায় থাকছেন না তিনিই। আর কোনও দিন থাকবেনও না। তবুও কোথাও যেন বইমেলার রন্ধ্রে রন্ধ্রে তাঁরই উপস্থিতি। আগামী ২৯ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন। সশরীরে আর উপস্থিত না থাকলেও এ বারের বইমেলার প্রতিটি কোণায় অনুরণিত হবে তাঁরই নাম।
ইতিমধ্যেই সেই রকম পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে গিল্ড। সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি সাহিত্য সম্মান, স্মারক বক্তৃতার পাশাপাশি গিল্ডের পরিকল্পনায় রয়েছে কবির নামে গিল্ড ভবনের নামকরণের বিষয়টিও। এ বছর বইমেলার থিম বাংলাদেশ। আর দুই বাংলাতেই সমান ভাবে মানুষের হৃদয় ছুঁয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলাদেশের তরফেও এবার তাই বিশেষ পরিকল্পনায় রয়েছেন নীললোহিত।

 

.