Kolkata Metro: নতুন বছরে রাতের মেট্রোয় ফিরল সারচার্জ!
Kolkata Metro: নতুন বছরের প্রথম দিন থেকে রাতের মেট্রোয় আপাতত পরীক্ষামূলকভাবে ফেরানো হচ্ছে সারচার্জ। এরপর রাতের মেট্রোয় যাত্রী সংখ্যা ও সারচার্জের ফলে আর্থিক ক্ষতি পূরণ হচ্ছে কিনা,তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
অয়ন ঘোষাল: আশঙ্কা ছিলই। নতুন বছরে পাতাল পথে যাতায়াতের খরচ বাড়ছে! রাতের মেট্রোর ফিরল সারচার্জ। টিকিটের দামে এবার অতিরিক্ত ১০ টাকা দিতে হবে যাত্রী।
আরও পড়ুন: Tigress Zeenat: শেষ হল বাংলা ভ্রমণ! অবশেষে বাড়ির পথে বাঘিনী জিনাত...
ঘটনাটি ঠিক কী? যাত্রী সুবিধার্ধে রাত ১০টা ৪০-এ দক্ষিণে কবি সুভাষ ও উত্তরে দমদম থেকে মেট্রোর বিশেষ পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে রাতের সেই বিশেষ ট্রেনে পর্যাপ্ত যাত্রী হচ্ছে না। পরিস্থিতি এমনই যে,পরিষেবা চালু রাখতে রীতিমতো ক্ষতির মুখে পড়তে হচ্ছে। লে আর্থিক ক্ষতি কিছুটা লাঘব করতে রাতের মেট্রোর টিকিটে সারচার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কবে? গত বছরের (পড়ুন ২০২৪) অক্টোবরে।
নভেম্বরে মেট্রোর তরফে মেট্রোর তরফে জানিয়েও দেওয়া হয়েছিল, ১০ ডিসেম্বর থেকে কবি সুভাষ এবং দমদম, উভয় প্রান্ত থেকেই রাত ১০ টা ৪০-এর মেট্রোয় সমস্ত দূরত্বের টিকিটের উপর ১০ টাকা সারচার্জ দিতে হবে যাত্রীদের। কিন্তু যেদিন থেকে এই সারচার্জ চালু হওয়ার কথা ছিল, সেদিনই স্থগিত হয়ে যায়। বলা হয়েছিল, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাতের মেট্রোয় সারচার্জ বসবে না।
ফের কেন সারচার্জ? মেট্রো কর্তৃপক্ষের আশঙ্কা, রাতের পরিষেবা চালু রাখতে যে পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, তা মেট্রো সারাদিনের লোকসানে নেতিবাচক প্রভাব পড়ছে। সেকারণেই নতুন বছরের প্রথম দিন থেকে রাতের মেট্রো আপাতত পরীক্ষামূলকভাবে ফেরানো হচ্ছে সারচার্জ। এরপর রাতের মেট্রো যাত্রী সংখ্যা ও সারচার্জের ফলে আর্থিক ক্ষতি পূরণ হচ্ছে কিনা,তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
আরও পড়ুন: CPM: সিপিএমে 'ছকভাঙা'র বার্তা সেলিমের, রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েই এবার প্রশ্ন!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)