বৌদি আপনাকে কুর্নিশ, নিরুপমের স্ত্রীকে বললেন ভারাক্রান্ত সূর্যকান্ত
শিল্পনীতি থেকে রাজনীতিবোধ বারবারই এদিন প্রয়াত সহযোদ্ধার প্রশংসা করলেন সূর্যকান্ত মিশ্র।
মৌমিতা চক্রবর্তী
চেষ্টা হয়েছিল একাধিকবার।কিন্তু সব চেষ্টা বিফলে গিয়েছে। নিরুপম সেনের স্মরণসভায় অন্তরালেই থাকলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অবশ্য ছিলেন।কিন্তু গরহাজির থাকল গোটা কেরল লবি।
শিল্পনীতি থেকে রাজনীতিবোধ বারবারই এদিন প্রয়াত সহযোদ্ধার প্রশংসা করলেন সূর্যকান্ত মিশ্র। মিশ্রের কথায়, ''বিকল্পের সন্ধান দিয়েছিলেন নিরুপম সেন''। তবে সব ছাপিয়ে গিয়ে সূর্য মিশ্র যখন ভারাক্রান্ত গলায় বলে উঠলেন, ''হ্যাটস অফ টু বৌদি। আপনার টানা লড়াইকে কুর্নিশ''।
স্মৃতিচারণায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন,''নিরুপমের সময়ই বাংলায় শিল্পে বিনিয়োগের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়। কৃষির ওপর ভিত্তি রেখেই তা করেছিলেন তিনি। জোর দিয়েছিলেন মানব উন্নয়নে।সাম্প্রতিক সময়ে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নও ছিলেন''।
এদিন উত্তরপ্রদেশে মায়া-অখিলেশের জোটকে স্বাগত জানিয়ে সীতারাম ইয়েচুরি বলেন, ''বিজেপি বিরোধী শক্তি একজোট হচ্ছে। আমাদের মজবুত সরকারই হবে''। আরএসএস-বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে বলে অভিযোগ করে ইয়েচুরির মন্তব্য, সংরক্ষণের নামে ওরা কী করতে চাইছে! সংবিধান ও সংসদের সমস্ত নিয়ম পাল্টে ফেলতে চাইছে। নির্বাচনের আগে প্রোপাগান্ডা। দৈনন্দিন সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে এসব করা হচ্ছে।