আদিবাসীরা রাজ্যে বঞ্চিত: সূর্যকান্ত মিশ্র

রাজ্যের আদিবাসী অধিকার মঞ্চের সমাবেশ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একযোগে আক্রমণ শানালেন বামেরা। আদিবাসীরা বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন সূর্যকান্ত মিশ্র। অধিকার আদায় করে নিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন বিমান বসু। রাজ্যে পালাবদলের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আদিবাসীদের আন্দোলন। এবার সেই আদিবাসীদের নিজেদের পক্ষে সংগঠিত করতে শুরু করেছে বামেরা। রবিবার রাজ্যের সব অংশের আদিবাসীদের নিয়ে কলকাতায় রানি রাসমণি রোডে একটি কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু। রাজ্যে আদিবাসীরা বহুক্ষেত্রে তাঁদের অধিকার হারাচ্ছেন বলে অভিযোগ করেন সূর্যকান্ত মিশ্র।

Updated By: Dec 16, 2012, 10:31 PM IST

রাজ্যের আদিবাসী অধিকার মঞ্চের সমাবেশ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একযোগে আক্রমণ শানালেন বামেরা। আদিবাসীরা বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন সূর্যকান্ত মিশ্র। অধিকার আদায় করে নিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন বিমান বসু। রাজ্যে পালাবদলের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আদিবাসীদের আন্দোলন। এবার সেই আদিবাসীদের নিজেদের পক্ষে সংগঠিত করতে শুরু করেছে বামেরা। রবিবার রাজ্যের সব অংশের আদিবাসীদের নিয়ে কলকাতায় রানি রাসমণি রোডে একটি কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু। রাজ্যে আদিবাসীরা বহুক্ষেত্রে তাঁদের অধিকার হারাচ্ছেন বলে অভিযোগ করেন সূর্যকান্ত মিশ্র।
মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর শাসনকালে জঙ্গলমহল শান্ত হয়েছে। এ প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্রর বক্তব্য, সেদিনের মাওবাদীরাই আজ তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছে। 
আদিবাসী অধিকার রক্ষা মঞ্চের সমাবেশে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন বিমান বসুও। সমাবেশের পর পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ রাজ্য কমিটির তরফে রাজ্যপালের দফতরে বাইশ দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়।

.