সাম্রাজ্যবাদ প্রশ্নে সূর্যের নিশানায় মোদী-মমতা
সাম্রাজ্যবাদ নিয়ে মমতা-মোদীকে একসঙ্গে দুষলেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দেশবন্ধু পার্কে বামেদের প্রতিবাদ সভায় তাঁর অভিযোগ, অর্থনীতিতে থাবা বসাচ্ছে সাম্রাজ্যবাদ। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিদেশ সফরকেও তীব্র কটাক্ষ করেন তিনি।
কলকাতা: সাম্রাজ্যবাদ নিয়ে মমতা-মোদীকে একসঙ্গে দুষলেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দেশবন্ধু পার্কে বামেদের প্রতিবাদ সভায় তাঁর অভিযোগ, অর্থনীতিতে থাবা বসাচ্ছে সাম্রাজ্যবাদ। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিদেশ সফরকেও তীব্র কটাক্ষ করেন তিনি।
পয়লা সেপ্টেম্বর। ১৯৩৯ সালে এই দিনেই শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর থেকেই দিনটি সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করে আসছে বামেরা। এদিন বৃহত্তর বাম ঐক্যের ডাকে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে পা মিলিয়েছিল এসইউসিআই, সিপিআইএমএল রামলীলা ময়দান থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় দেশবন্ধু পার্কে। সেখানেই প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের কড়া সমালোচনা করেন বিধানসভার বিরোধী দলনেতা।
বিরোধী দলনেতার অভিযোগ, সাম্রাজ্যবাদী শক্তিই বিশ্বজুড়ে বিদ্বেষের বিষ ছড়াচ্ছে।