Sourav Ganguly: 'শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর করা হোক'

মহারাজকে সরিয়ে ভারতীয় ক্রিকেটে মসনদে আর এক প্রাক্তন ক্রিকেটার রজার বিনি। মুখ্যমন্ত্রী মতে, বঞ্চনার শিকার সৌরভ। 

Updated By: Oct 17, 2022, 09:06 PM IST
Sourav Ganguly: 'শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর করা হোক'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: 'পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন শাহরুখ খানকে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে যদি মর্যাদা দেওয়ার ইচ্ছা থাকত, তাহলে অনেক আগেই পশ্চিমবঙ্গের ব্যান্ড অ্যাম্বাসেডর করতেন'। বিসিসিআই বিতর্কে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে প্রশ্ন, 'উনি আর্জি জানালে কেন শুনবেন প্রধানমন্ত্রী'?  

দাদার পাশে দিদি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে এবার বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন আর এক প্রাক্তন ক্রিকেটার, তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি। কেন এমন সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রী মতে, বঞ্চনার শিকার সৌরভ।

এদিন উত্তরবঙ্গ সফরে যাওয়ার দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোাপাধ্যায় বলেন, 'সারা দেশবাসীর পক্ষ থেকে বলব সৌরভ আমাদের গৌরব। যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে খেলেছে, অ্যাডমিনিট্রেশনও সামলেছে। কিন্তু সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। কিন্তু অমিতবাবুর (জয় শাহ) ছেলে বোর্ডে রয়ে গেলেন। সে থাকতেই পারেন, ভাল কাজ করলে থাকবে, ভাল না হলে বলবই। সৌরভ বাদ গেল কোন উদ্দেশ্যে? পুরো ঘটনায় আমি স্তম্ভিত'। তাঁর আরও বক্তব্য, 'আইসিসিতে যাওয়ার জন্য সৌরভ যোগ্য। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সৌরভ যেন আইসিসি-র ভোটে লড়তে পারে তা দেখবেন। ও বঞ্চিত। সরকারের কাছে আর্জি এটা রাজনৈতিক বিষয় নয়, সৌরভ যোগ্য ওকে আইসিসিতে পাঠানো হোক'।

আরও পড়ুন: Govt Holiday: সুখবর! এবার ভাইফোঁটায়ও ছুটি ঘোষণা রাজ্যের

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'উনি আর্জি জানালে প্রধানমন্ত্রী কে শুনবেন? প্রধানমন্ত্রী খেলার বিষয়ে নাক গলান না। যেমন তিনি তাঁর দাদা-ভাইয়ের বসিয়েছেন এখানে। মোহনবাগান ক্লাব, বেঙ্গল অলিম্পিক অ্য়াসোসিয়েশন, টেনিস ক্লাব, কোথাও তো বাকি নেই।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কুম্ভীরাশ্রু ফেলার কোনও দরকার নেই'। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন শাহরুখ খানকে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে যদি মর্যাদা দেওয়ার ইচ্ছা থাকত, তাহলে অনেক আগেই পশ্চিমবঙ্গের ব্যান্ড অ্যাম্বাসেডর করতেন'।

২০১৯ সালে বিসিসিআই-র সভাপতি হন সৌরভ। তিন বছরের মেয়াদে ক্রিকেট প্রশাসক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।  সৌরভে আমলেই দিন-রাতে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারতে। এমনকী, কোভিড আবহে সফল আইপিএলও। সূত্রের খবর, বোর্ডের প্রসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যেতে চালিয়ে যেতে চেয়েছিলেন সৌরভ, কিন্তু বোর্ডে বাকি সদস্যের সমর্থন পাননি। তাঁকে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখান করেন মহারাজ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.