পুরোপুরি বন্ধ হচ্ছে টালা ব্রিজ, জেনে নিন কোন বিকল্প পথে যান চলাচল করবে

জানানো হয়েছে ৩১ জানুয়ারি রাত থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে টালা ব্রিজের ওপর যান চলাচল। চিত্পুর লকগেট ব্রিজে এবার থেকে ২৪ ঘণ্টাই একমুখী থাকবে যান চলাচল।

Updated By: Jan 28, 2020, 09:47 AM IST
পুরোপুরি বন্ধ হচ্ছে টালা ব্রিজ, জেনে নিন কোন বিকল্প পথে যান চলাচল করবে

নিজস্ব প্রতিবেদন: টালা ব্রিজ ভাঙতেই হবে। এতদিন খুঁড়িয়ে চললেও এবার পাকাপাকিভাবে গতি আসছে সেই কাজে। জানানো হয়েছে ৩১ জানুয়ারি রাত থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে টালা ব্রিজের ওপর যান চলাচল। চিত্পুর লকগেট ব্রিজে এবার থেকে ২৪ ঘণ্টাই একমুখী থাকবে যান চলাচল। অর্থাত্‍ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিটি রোডের দিকে শুধু গাড়ি যাবে। বিটি রোড থেকে আসা সব বাস মূলত বেলগাছিয়া ব্রিজ ধরবে। বিটি রোড থেকে আসা দক্ষিণের দিকের সব ছোট গাড়ি বেলগাছিয়া ব্রিজ ও পুরনো চিত্পুর ব্রিজ ধরবে। পাশাপাশি কলকাতা স্টেশন যেতে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে খান্নার দিকে ঘুরে উল্টোডাঙা হয়ে যেতে হবে।

যাত্রীদের ভোগান্তি দূর করতে একাধিক বিকল্প রাস্তার ব্যবস্থা করছে পুলিস। 

* চিত্পুর লকগেট ব্রিজে এবার থেকে চব্বিশ ঘণ্টাই একমুখী থাকবে যান চলাচল। অর্থাত্‍ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিটি রোডের দিকেই শুধু গাড়ি যাবে।
* উত্তরমুখী বাস বা মিনিবাস চিত্তরঞ্জন অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ হয়ে লকগেট ব্রিজ ধরে পৌছে যাবে বিটি রোড। 
* এপিসি রোড বা বিধান সরণি থেকে বাস শ্যামবাজার, ভূপেন বোস অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ হয়ে লকগেট ব্রিজ ধরবে।
* আরেকটি রাস্তা এপিসি রোড বা বিধান সরণি থেকে শ্যামবাজার হয়ে গালিফ স্ট্রিট ধরে কেভিভি অ্যাভিনিউ পৌছবে।
* উত্তরমুখী ছোট গাড়ি ওপরের রাস্তাগুলো ছাড়াও কেভিভি অ্যাভিনিউ থেকে কাশীপুর রোড, খগেন চ্যাটার্জি রোড ধরে বিটি রোড পৌছবে।
* এপিসি রোড বা বিধান সরণি থেকে অন্য একটি রাস্তা শ্যামবাজার থেকে আরজি কর রোড, বেলগাছিয়া ব্রিজ হয়ে মন্মথ দত্ত রোড, রাজা মণীন্দ্র রোড, পাইকপাড়া হয়ে বিটি রোড পৌছবে।
* দক্ষিণমুখী বাস বা মিনিবাস বিটি রোড, চিড়িয়ামোড় হয়ে দমদম রোড, সেভেন ট্যাঙ্ক, নর্দার্ন অ্যাভিনিউ, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া রোড হয়ে শ্যামবাজার পৌছবে।
* আরেকটি রাস্তা বিটি রোড, চিড়িয়ামোড়, পাইকপাড়া, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া রোড হয়ে শ্যামবাজার যাবে।
* দক্ষিণমুখী ছোট গাড়ি ওপরের রাস্তা ছাড়াও বিটি রোড, চিড়িয়ামোড়, খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড, কেভিভি অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পৌছবে।

.