আগামিকাল সম্ভবত তাপস পালের ভাগ্য নির্ধারণ

আগামিকালই সম্ভবত তাপস পাল  মামলার  রায়। সব আইনজীবীর উপস্থিতিতে আগামিকাল সকাল দশটায় বিচারপতি নিশিথা মাথরের  এজলাসে মামলাটি ওঠার কথা। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতবিরোধের জেরে মামলাটি  প্রধান বিচারপতির এজলাসে ফিরে আসে। প্রধান বিচারপতি, নিশিথা মাথরকে মামলার দায়িত্ব দেন। আগামিকাল সেই মামলার শুনানি।বাইট- তাপস পাল

Updated By: Sep 1, 2014, 06:14 PM IST
আগামিকাল সম্ভবত তাপস পালের ভাগ্য নির্ধারণ

কলকাতা: আগামিকালই সম্ভবত তাপস পাল  মামলার  রায়। সব আইনজীবীর উপস্থিতিতে আগামিকাল সকাল দশটায় বিচারপতি নিশিথা মাথরের  এজলাসে মামলাটি ওঠার কথা। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতবিরোধের জেরে মামলাটি  প্রধান বিচারপতির এজলাসে ফিরে আসে। প্রধান বিচারপতি, নিশিথা মাথরকে মামলার দায়িত্ব দেন। আগামিকাল সেই মামলার শুনানি।বাইট- তাপস পাল

তাপস পালের এই মন্তব্য ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হয় মামলা। তেরোই অগাস্ট সেই  মামলার রায় দিতে গিয়ে মতপার্থক্য হয় বিচারপতি  গিরিশচন্দ্র গুপ্ত এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর  মধ্যে। রায়ে বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত বলেছিলেন ''সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করা হল। পুলিস এবিষয়ে তদন্ত করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।''  

তবে বিচারপতি গুপ্তের সঙ্গে সহমত ছিলেন না আরেক বিচারপতি তপোব্রত চক্রবর্তী। তিনি রায়ে বলেছিলেন, রাজ্য এবং তাপস পালের আইনজীবীর আবেদন খারিজ করা হল।

এরপরই মামলাটি পাঠিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতির এজলাসে । তবে দুই বিচারপতির মতপার্থক্য  কোথায়, তা সুনির্দিষ্ট করা নেই বলে  আবেদন জানান সরকারি আইনজীবী। সেই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ফের ডিভিশন বেঞ্চেই মামলাটি পাঠিয়ে দেন। নতুন কোনও ব্যাখ্যা  না দিয়ে আগের সিদ্ধান্তই বহাল রাখে ডিভিশন বেঞ্চ।  মামলা চলে যায় তৃতীয় বিচারপতি নিশিথা মাথরের এজলাসে। মঙ্গলবার মামলাটি শুনবেন বিচারপতি মাথরে। সম্ভবত এদিনই  মামলায় চূড়ান্ত রায় হতে পারে। অন্যদিকে, বুধবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআরের করার মেয়াদ শেষ হচ্ছে। আইনজ্ঞ মহলের ধারণা, সেদিকে নজরতার আগেই সম্ভবত মামলার রায় হতে পারে।

 

.