পুরভোটের আগে নতুন প্রজন্মকে কাছে টানতে দলীয় কর্মীদের নির্দেশ মুকুলের
পুরভোটে বিজেপির দিকে ঝুঁকবে কি রাজ্যের তরুণ প্রজন্ম? সেটাই এখন সবচেয়ে বড় আশঙ্কা তৃণমূল নেতৃত্বের। পরিষদীয় বৈঠকে মুকুল রায়ের নির্দেশ, দ্রুত নতুন ভোটারদের চিহ্নিত করে তাদের কাছে টানতে হবে। দুহাজার দশে একাই লড়ে কলকাতা পুরসভা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। সাফল্য এসেছিল আরও কয়েকটি পুরসভায়। কিন্তু, এবার লড়াই অতটা সহজ নয়। লোকসভা ভোট থেকেই রাজ্যের শহরাঞ্চলে লক্ষ্যনীয়ভাবে শক্তি বেড়েছে বিজেপির। তৃণমূল নেতৃত্বের উদ্বেগ আরও বাড়িয়েছেন নতুন ভোটাররা।
কলকাতা: পুরভোটে বিজেপির দিকে ঝুঁকবে কি রাজ্যের তরুণ প্রজন্ম? সেটাই এখন সবচেয়ে বড় আশঙ্কা তৃণমূল নেতৃত্বের। পরিষদীয় বৈঠকে মুকুল রায়ের নির্দেশ, দ্রুত নতুন ভোটারদের চিহ্নিত করে তাদের কাছে টানতে হবে। দুহাজার দশে একাই লড়ে কলকাতা পুরসভা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। সাফল্য এসেছিল আরও কয়েকটি পুরসভায়। কিন্তু, এবার লড়াই অতটা সহজ নয়। লোকসভা ভোট থেকেই রাজ্যের শহরাঞ্চলে লক্ষ্যনীয়ভাবে শক্তি বেড়েছে বিজেপির। তৃণমূল নেতৃত্বের উদ্বেগ আরও বাড়িয়েছেন নতুন ভোটাররা।
নতুন ভোটারদের বিজেপির দিকে যাওয়াক প্রবনতা নিয়ে পৈলানের কর্মিসভাতেই সতর্ক করেছিলেন তৃণমূল সাধারণ সম্পাদক মুকুল রায়। শুক্রবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকেও নতুন ভোটারদের বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল সাধারণ সম্পাদক। তাঁর নির্দেশ,
একাশিটি পুরসভার প্রতিটি ওয়ার্ডে কতজন করে নতুন ভোটারের নাম তালিকায় উঠল সেদিকে নজর রাখতে হবে
নতুন ভোটারের বিস্তারিত তালিকা দশই নভেম্বরের মধ্যে দলের রাজ্য নেতৃত্বের কাছে জমা দিতে হবে
স্থানীয়স্তরে তৃণমূল নেতৃত্বকে দেখতে হবে নতুন ভোটারদের সিংহভাগ ভোট যেন ঘাসফুলের বোতামেই পড়ে
নতুন ভোটারদের কাছে টানার কাজটা যে সহজ হবে না তা বিলক্ষণ বোঝে তৃণমূল নেতৃত্ব। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার কারণে রাজ্যের তরুণ প্রজন্ম এমনিতেই বিজেপির দিকে ঝুঁকে। সাম্প্রতিক অতীতে যাদবপুর কাণ্ড সহ একাধিক ঘটনা আরও তৃণমূল বিমুখ হয়েছে তরুণ প্রজন্ম। এই পরিস্থিতিতে নতুন ভোটারদের কাছে টানতে তাই দলের সর্বস্তরের নেতাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।