কলকাতায় বাড়ছে ট্যাক্সিভাড়া
বাড়তে চলেছে রাতের ট্যাক্সিভাড়া। বুধবার থেকেই রাত সাড়ে দশটার পর ট্যাক্সিতে চাপলে ভাড়ার ওপর অতিরিক্ত ১৫ শতাংশ দিতে হবে যাত্রীদের। সোমবার মহাকরণে একথা জানান পরিবহণ মন্ত্রী মদন মিত্র। একইসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে শহরের দশ জায়গায় তৈরি হবে প্রিপেড ট্যাক্সি বুথ।
বাড়তে চলেছে রাতের ট্যাক্সিভাড়া। বুধবার থেকেই রাত সাড়ে দশটার পর ট্যাক্সিতে চাপলে ভাড়ার ওপর অতিরিক্ত ১৫ শতাংশ দিতে হবে যাত্রীদের। সোমবার মহাকরণে একথা জানান পরিবহণ মন্ত্রী মদন মিত্র। একইসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে শহরের দশ জায়গায় তৈরি হবে প্রিপেড ট্যাক্সি বুথ।
বেশ কিছুদিন ধরেই ভাড়া বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছিল বিভিন্ন ট্যাক্সি ইউনিয়ন। সেই দাবি মেনেই এবার বাড়তে চলেছে রাতের ট্যাক্সির ভাড়া। যদিও পরিবহণমন্ত্রী মদন মিত্রর দাবি, রাতে ট্যাক্সিচালকদের যাত্রী না নেওয়ার প্রবণতা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন ট্যাক্সিতে চাপলে ২২টাকা দিতে হয় যাত্রীদের। নতুন নিয়মে রাত সাড়ে দশটা বেজে গেলেই অতিরিক্ত ১৫ শতাংশ ভাড়া গুনতে হবে তাঁদের। অর্থাত্ সেক্ষেত্রে পঁচিশ টাকা তিরিশ পয়সা দিতেই হবে।
একনজরে দেখে নেওয়া যাক, কী হারে বাড়তে চলেছে ভাড়া।
এখন শূন্য থেকে পাঁচ কিমি-র জন্য দিতে হয় ৫২ টাকা। এবার থেকে অতিরিক্ত ১৫ শতাংশ হারে দিতে হবে ৫৯ টাকা ৮০ পয়সা।
শূন্য থেকে দশ কিমি-র জন্য এখন দিতে হয় ১০২ টাকা। এবার দশ কিমি-র জন্য যাত্রীদের ১১৭ টাকা ৩০ পয়সা ভাড়া গুনতে হবে।
এতদিন শুধুমাত্র হাওড়া এবং শিয়ালদা স্টেশনেই প্রিপেড ট্যাক্সির বুথ ছিল। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দ্রুত শহরের দশ জায়গায় প্রিপেড ট্যাক্সি বুথ তৈরি হবে।
একইসঙ্গে ট্যাক্সি অন কল পরিষেবাও চালু হতে চলেছে। এই পরিষেবা চালু হলে একটি টেলিফোন কলে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে ট্যাক্সি।