"খোরাকির টাকাটুকু উঠছে না," ন্যূনতম ভাড়া বৃদ্ধির সময়সীমা বাড়ালেন ট্যাক্সিমালিকরা

একদিকে করোনাভাইরাস লকডাউনের জেরে প্রায় ৩ মাস বন্ধ রোজগার। মড়ার উপর খাঁড়ার ঘা আনলকের পর বাড়তে থাকা ডিজেলের দাম। এমন পরিস্থিতিতে চরম সঙ্কটে শহরের প্রায় ২২ হাজার ট্যাক্সিচালক।

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Jun 25, 2020, 08:00 PM IST
"খোরাকির টাকাটুকু উঠছে না," ন্যূনতম ভাড়া বৃদ্ধির সময়সীমা বাড়ালেন ট্যাক্সিমালিকরা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন : এই বাজারে নুন্যতম ৩০ টাকা ভাড়ায় আর সম্ভব নয়। আগেই জানিয়ে দিয়েছিল শহরের ট্যাক্সি মালিকদের সংগঠন। ভাড়া বৃদ্ধি  করে ৫০ টাকা করার দাবিতে ২৭ জুন থেকে ধর্মঘটের হুমকি দিয়েছিলেন ট্যাক্সি মালিকরা। বৃহস্পতিবার রাজ্য পরিবহণ দফতরের অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনা করে সেই সময়সীমা ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করল বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন।

এদিন বেলতলা মোটর ভিহেকলস অফিসে ট্যাক্সি মালিকদের সংগঠনকে ডেকে পাঠানো হয়েছিল। বৈঠকে নিজেদের দুরবস্থার কথা তুলে ধরেন ট্যাক্সি মালিকরা। এর পরে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছুটা সময় চাওয়া হয়। সেই মতো পরিবহণ দফতরকে আরও কিছুটা সময় বৃদ্ধির অনুমতি দেয় ট্যাক্সি সংগঠন। 

একদিকে করোনাভাইরাস লকডাউনের জেরে প্রায় ৩ মাস বন্ধ রোজগার। মড়ার উপর খাঁড়ার ঘা আনলকের পর বাড়তে থাকা ডিজেলের দাম। এমন পরিস্থিতিতে চরম সঙ্কটে শহরের প্রায় ২২ হাজার ট্যাক্সিচালক।
Is it the end of the road for Kolkata's Ambassador cabs?

ইতিমধ্যেই লোকসান করে চালাতে অস্বীকার করে বেরনো বন্ধ ১০ হাজার ট্যাক্সির। বাকি ১২ হাজার ট্যাক্সিই এই মুহূর্তে শহরের সাধারণ মানুষের যাতায়াত, হাসপাতাল ইত্যাদি পরিষেবার অদ্বিতীয় মাধ্যম। 

আনলকের পর থেকে গাড়ি বের করা এক ট্যাক্সি মালিকের কথায়, "আনলকের পর জ্বালানির যেভাবে দাম বাড়ছে লাভ তো দূরের কথা, বেশিরভাগ মালিক খোরাকির টাকাটুকু তুলতে পারছেন না।"
আরও পড়ুন : 'দিলীপবাবু নিমতলা ঘাটে বসে থাকুন, সকাল থেকে লাশ গুনুন'

.