আন্দোলনে পার্শ্বশিক্ষকরা

প্রায় ১০ মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পার্শ্বশিক্ষকরা। বেতন না মেলায় বারবার আবেদন করেছেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় আজ বিকাশভবনে শিক্ষামন্ত্রীর ঘরের সামনেই বিক্ষোভ দেখান তাঁরা।

Updated By: Jan 24, 2012, 08:31 PM IST

প্রায় ১০ মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পার্শ্বশিক্ষকরা। বেতন না মেলায় বারবার আবেদন করেছেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় আজ বিকাশভবনে শিক্ষামন্ত্রীর ঘরের সামনেই বিক্ষোভ দেখান তাঁরা। এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও দেড় ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। এরপর বিক্ষোভকারীদের আটক করে বিধাননগর থানার পুলিস।  

.