শেষপর্যন্ত শীত এল শহরে! এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

ঝাঞ্ঝা কিছুটা কমেছে। ফলে রাজ্যে ঢুকছে উত্তরের হাওয়া

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Dec 18, 2019, 07:58 AM IST
শেষপর্যন্ত শীত এল শহরে! এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদন: শেষপ্রর্যন্ত শীত এল শহর। বুধবার তাপমাত্রা এক ধাক্কায় নামল ৩ ডিগ্রি।

আরও পড়ুন-কাল থেকে ফের শুরু হচ্ছে উত্তর ও দক্ষিণ বঙ্গের মধ্যে রেল পরিষেবা

কেন তাপমাত্রার এই আচমকা পতন? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা কমে গিয়ে অবাধ হয়েছে উত্তুরে হাওয়ার গতিপথ। তাই রাতারাতি তাপমাত্র নেমেছে এতটা। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি। বুধবার তা কমে হল ১৫.৬ ডিগ্রি। সপ্তাহান্তে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। পারদ তিন ডিগ্রি নামলেও এখনো স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরেই তাপমাত্রা।

আরও পড়ুন-কোনও ভারতীয় নাগরিকের নাগরিকত্ব যাবে না, CAA নিয়ে অপপ্রচার করছে কংগ্রেস : মোদী

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত আটকে থাকার পাশাপাশি  বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।  সেই ঝাঞ্ঝা কিছুটা কমেছে। আপাতত উত্তুরে হওয়ায় কোনো বাধা নেই। বিহার উত্তর প্রদেশ সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে "কোল্ড ডে" পরিস্থিতি। এর জেরেই পারদ নামবে আরো কিছুটা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস হল এই  শীতের প্রভাব থাকবে আগামী ৭২ ঘণ্টা। শুক্রবার থেকে বদল হতে পারে আবহাওয়া। ফের উত্তুরে হাওয়ার গতিপথ আটকে দিতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে শুক্রবারের পর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা সকালের দিকে পড়ে রৌদ্রকরোজ্জ্বল পরিষ্কার আকাশ। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নামবে এবং পশ্চিমের জেলা গুলি তাপমাত্রাও ১০ ডিগ্রির কাছাকাছি চলে যাবে।

.