আরও নামল পারদ, আগামী ২-৩ দিনও থাকবে ঠান্ডা
এ যেন পরের মাঠে ঢুকে দাদাগিরি। ভরা বসন্তে শীতের লেজের ঝাপটা। ভোর রাতে হালকা চাদর গায়ে টানার চেষ্টা। নিম্নচাপ অক্ষরেখা সরে যেতেই আস্তে আস্তে নামছে পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কালকের চেয়েও কম। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২-৩ দিন ঠান্ডা আমেজ বজায় থাকবে। তারপর আস্তে আস্তে চড়বে পারদ।
ওয়েব ডেস্ক : এ যেন পরের মাঠে ঢুকে দাদাগিরি। ভরা বসন্তে শীতের লেজের ঝাপটা। ভোর রাতে হালকা চাদর গায়ে টানার চেষ্টা। নিম্নচাপ অক্ষরেখা সরে যেতেই আস্তে আস্তে নামছে পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কালকের চেয়েও কম। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২-৩ দিন ঠান্ডা আমেজ বজায় থাকবে। তারপর আস্তে আস্তে চড়বে পারদ।
শেষবেলায় মারকাটারি ব্যাটিং। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। হু হু করে হঠাত্ই নামছে পারদ। গোটা শীতকালেই সেভাবে ঠান্ডার দেখা পাওয়া যায়নি। কিন্তু বিদায়বেলায় হঠাই যেন ঘুরে দাঁড়াল শীত। শুক্রবার একধাক্কায় পারদ নেমেছিল ৭ ডিগ্রি।
আরও পড়ুন, ৪০ দিনে ২৫ লক্ষ টাকা বিল অ্যাপোলোতে!