প্রকাশিত হল এসএসসির টেটের রেসাল্ট

স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় পত্রের (টেট) পরীক্ষার ফলপ্রকাশ হল। পাশের হার ২৭.৪ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল। ৬ লক্ষ ৩০ হাজার ৯১১ জন। দ্বিতীয় পত্রের সফল হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৮৭৪ জন। এবার সফল পরীক্ষার্থীদের প্রথম পত্র অর্থাৎ বিষয়ের খাতা দেখা শুরু হবে।

Updated By: Dec 1, 2012, 06:06 PM IST

স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় পত্রের (টেট) পরীক্ষার ফলপ্রকাশ হল। পাশের হার ২৭.৪ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল। ৬ লক্ষ ৩০ হাজার ৯১১ জন। দ্বিতীয় পত্রের সফল হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৮৭৪ জন। এবার সফল পরীক্ষার্থীদের প্রথম পত্র অর্থাৎ বিষয়ের খাতা দেখা শুরু হবে।
পরীক্ষার দিন প্রশ্নপত্র দেরিতে পৌঁছনো নিয়ে নজিরবিহীন বিভ্রাটের সৃষ্টি হয় এবছরের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায়। কোথাও বা দ্বিতীয় পত্রের কোথাও বা প্রথম পত্রের প্রশ্ন দেরিতে পৌঁছানোয় বাধ্য হয়ে কয়েকটি কেন্দ্রে দ্বিতীয়বার পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। সেই পরীক্ষার প্রায় দুমাসের মধ্যেই শনিবার প্রকাশিত হল দ্বিতীয় পত্রের ফল। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় পত্রে যাঁরা পাস করবেন একমাত্র তাঁদেরই প্রথম পত্রের খাতা এবার হবে। মোট ৬ লক্ষ ৩০ হাজার নশো এগারো জনের মধ্যে দ্বিতীয় পত্রের পরীক্ষায় সফল হয়েছেন এক লক্ষ বাহাত্তর হাজার আটশো ৭৪ জন ।
দ্বিতীয় পত্রে সফলদের খাতা বাছাই করে এবার পাঠানো হবে পরীক্ষদের কাছে। জানুয়ারি মাসের মধ্যেই প্রথম পত্রেরও ফল প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে। এরপর নেওয়া হবে মৌখিক পরীক্ষা। তারপরেই চূড়ান্ত তালিকা তৈরি করবে স্কুল সার্ভিস কমিশন ।

.