থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছেলের জন্য রক্তদান শিবিরের আয়োজন করলেন বাবা

থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের জন্য রক্তদান শিবিরের আয়োজন করলেন বাবা। দমদমের চিড়িয়ামোড়ে আজ ওই রক্তদান শিবির হয়। রক্ত দিলেন পঞ্চাশজন।

Updated By: Sep 27, 2015, 08:56 PM IST

ব্যুরো:থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের জন্য রক্তদান শিবিরের আয়োজন করলেন বাবা। দমদমের চিড়িয়ামোড়ে আজ ওই রক্তদান শিবির হয়। রক্ত দিলেন পঞ্চাশজন।

মাত্র ছমাস বয়সেই গুঞ্জনের থ্যালাসেমিয়া ধরা পড়েছিল। সেই থেকে প্রতি মাসে দুবার গুঞ্জনকে এব পজিটিভ গ্রুপের রক্ত দিতে হয়। ইন্দিরা অ্যাকাডেমির সপ্তম শ্রেণিতে পরে গুঞ্জন। বাবা কাশীনাথ সাউয়ের কেরোসিনের দোকান। আর্থিক সামর্থ্যও বেশি নেই। গুঞ্জনের রক্ত জোগাড়ে প্রায়ই অসুবিধার মুখে পড়েন তিনি। রক্তের সঙ্কট দূর করতে, পিপলস ব্লাড ব্যাঙ্কের সঙ্গে বোঝাপড়া করে, এবার নিজের পাড়াতেই রক্তদান শিবিরের আয়োজন করলেন কাশীনাথ সাউ।

রক্তদান শিবির থেকে মোট পঞ্চাশ ইউনিট রক্ত সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে জমা দিয়েছেন কাশীনাথ সাউ।

.