ভর সন্ধেয় অভিনেতা জয়ন্ত দত্ত বর্মনের বাড়িতে চুরি
ভর সন্ধেয় অভিনেতা জয়ন্ত দত্ত বর্মনের বাড়িতে চুরি। গতকাল সন্ধে ৭টা নাগাদ প্রিন্স গোলাম হোসেন শাহ রোডের বাড়িতে জানালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। তবে ওই বাড়িতে বাস তাঁর ভাড়াটের। নগদ ৪ হাজার টাকা ও আনুমানিক ৪ ভরি সোনার গয়না নিয়ে দম্পট দেয়। ঘটনার সময় জয়ন্ত দত্তের ভাড়াটে চন্দন কুমার গুহ বা তাঁর স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। পরে তাঁরা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে পুলিস।
ওয়েব ডেস্ক: ভর সন্ধেয় অভিনেতা জয়ন্ত দত্ত বর্মনের বাড়িতে চুরি। গতকাল সন্ধে ৭টা নাগাদ প্রিন্স গোলাম হোসেন শাহ রোডের বাড়িতে জানালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। তবে ওই বাড়িতে বাস তাঁর ভাড়াটের। নগদ ৪ হাজার টাকা ও আনুমানিক ৪ ভরি সোনার গয়না নিয়ে দম্পট দেয়। ঘটনার সময় জয়ন্ত দত্তের ভাড়াটে চন্দন কুমার গুহ বা তাঁর স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। পরে তাঁরা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে পুলিস।
অন্যদিকে, কানপুরের কাছে লাইনচ্যুত আজমেড়-শিয়ালদা এক্সপ্রেসের ১৫টি কামরা। ভোর সাড়ে ৫টা নাগাদ রুড়া স্টেশনের দুর্ঘটনাটি ঘটে। অন্তত ৫০জন যাত্রীর জখম হওয়ার খবর মিলেছে। তবে কেউ মারা যাননি বলেই দাবি করেছেন উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বিজয় কুমার। দুর্ঘটনার জেরে হাওড়া এবং নয়াদিল্লির মধ্যে ট্রেন চলাচল বিঘ্নিত। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছে গিয়েছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল।