'রাজনৈতিক দলের প্রতিনিধি ওঁরা', আমফানে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসা কেন্দ্রীয় দলকে কটাক্ষ ব্রাত্যর

শুক্রবার দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে ব্রাত্য বলেন, "কেন্দ্রীয় দল এসেছে তাঁরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসেছেন। রাজভবন থেকে শুরু হয়েছে এটা।"

Reported By: সৌমেন ভট্টাচার্য্য | Updated By: Jun 5, 2020, 02:34 PM IST
'রাজনৈতিক দলের প্রতিনিধি ওঁরা', আমফানে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসা কেন্দ্রীয় দলকে কটাক্ষ ব্রাত্যর

নিজস্ব প্রতিবেদন: আমফানে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।
শুক্রবার দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে ব্রাত্য বলেন, "কেন্দ্রীয় দল এসেছে তাঁরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসেছেন। রাজভবন থেকে শুরু হয়েছে এটা।"
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় সাত সদস্যের প্রতিনিধি দল রাজ্যে আসে আমফানের জেরে ক্ষয়ক্ষতি অঞ্চল পরিদর্শন করতে।  সেই দল দু'ভাগে বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যায়।
 মন্ত্রী ব্রাত্য বসু বলেন, এই কেন্দ্রীয় দলের উপরে একেবারে কোনও ভরসা নেই। ওঁরা কোন কেন্দ্রীয় দল হিসেবে আসেননি। কিছুক্ষণ পরে দেখবেন প্রেস কনফারেন্স করে বলবে। যেটা বলবেন সেটা সবাই জানে। যেটা আসল ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় কী পরিমাণে পরিশ্রম করেছেন কীভাবে ক্ষয়ক্ষতির মোকাবিলা করেছেন, কীভাবে প্রতিটা জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন
সেইটা নিয়ে তাঁরা একটাও কোনও কথা বলবেন না। আমরা কোন রাজনৈতিক ভাবে দেখছি না কিন্তু এটা ওঁরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পাঠাচ্ছে।"

আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত ছোট্ট অদ্রিজা, চিকিত্সায় প্রয়োজন ৩০ লক্ষ টাকা, সাহায্য খোদ মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, "এতদিন পর কেন রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল? মুখ্যমন্ত্রীর ডাকে প্রধানমন্ত্রী চলে এলেন, আর কেন্দ্রীয় দলের আসতে সময় লেগে গেল ১৫ দিন!" তাঁর প্রশ্ন, ক্ষয়ক্ষতির পরিমাণ কম দেখানোর জন্যই কী এতদিন পরে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল?

.