আধ ঘণ্টাতেই শেষ টিকিট
শুরুতেই তাল কাটল সপ্তদশ কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উত্সবের। আগামিকাল বিকেল সাড়ে তিনটেয় নেতাজী ইনডোর স্টেডিয়ামে উত্সবের আনুষ্ঠানিক সূচনা। তার জন্য সাধারণ টিকিট দশ টাকা দামে বুধবার সকাল আটটা থেকে নন্দনের টিকিট কাউন্টারে বিক্রি হওয়ার কথা।
শুরুতেই তাল কাটল সপ্তদশ কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উত্সবের। আগামিকাল বিকেল সাড়ে তিনটেয় নেতাজী ইনডোর স্টেডিয়ামে উত্সবের আনুষ্ঠানিক সূচনা। তার জন্য সাধারণ টিকিট দশ টাকা দামে বুধবার সকাল আটটা থেকে নন্দনের টিকিট কাউন্টারে বিক্রি হওয়ার কথা। কিন্তু দর্শকদের অভিযোগ, সাড়ে আটটার মধ্যেই কাউন্টারে নোটিশ দিয়ে জানানো হয়-টিকিট শেষ। মাত্র আধ ঘণ্টায় কি ভাবে পাঁচ হাজার টিকিট শেষ হয়ে যায়, তা বুঝতে পারেননি দর্শকরা। তাদের সঙ্গে কাউন্টার কর্মীদের বচসা শুরু হয়। ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিস। কোনও কোনও দর্শকের অভিযোগ, সকাল সাতটা থেকেই কাউন্টার খুলে পরিচিত লোকেদের টিকিট বেচে দিয়েছেন কাউন্টার কর্মীরা। এর সঙ্গে উত্সব কর্তৃপক্ষের একাংশের যোগসাজশের আশঙ্কাও উড়িয়ে দেননি তারা।