সারদায় মুকুল- আজই শেষ হাজিরার সময়সীমা, চলতি সপ্তাহে হাজির না হলে জারি হবে ওয়ারেন্ট

সারদাকাণ্ডে মুকুল রায়ের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সময়সীমা আজই শেষ। আজ বিকেলের মধ্যে সিবিআই দফতরে হাজিরা না দিলে দ্বিতীয় নোটিস পাঠানো হবে মুকুল রায়কে। ফোন করেও মুকুল রায়ের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা। চলতি সপ্তাহেই ফের হাজিরার নির্দেশ দেওয়া হবে তাঁকে।

Updated By: Jan 21, 2015, 12:06 PM IST
সারদায় মুকুল- আজই শেষ হাজিরার সময়সীমা, চলতি সপ্তাহে হাজির না হলে জারি হবে ওয়ারেন্ট

ওয়েব ডেস্ক: সারদাকাণ্ডে মুকুল রায়ের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সময়সীমা আজই শেষ। আজ বিকেলের মধ্যে সিবিআই দফতরে হাজিরা না দিলে দ্বিতীয় নোটিস পাঠানো হবে মুকুল রায়কে। ফোন করেও মুকুল রায়ের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা। চলতি সপ্তাহেই ফের হাজিরার নির্দেশ দেওয়া হবে তাঁকে।

দ্বিতীয় নোটিসও লঙ্ঘন করলে মুকুল রায়ের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে সিবিআই। যদিও তাঁর আপাতত দিল্লি থেকে  ফেরার সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন মুকুল রায়ের ঘনিষ্ঠরা।  সারদাকাণ্ডের তদন্ত নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে রাজ্যের মামলার শুনানি হওয়ার কথা আগামিকাল। সুপ্রিম কোর্টে সেই শুনানির পরই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।

.