'জনতার দাবিতে একুশের মঞ্চে তৃতীয় থেকে প্রথম সারিতে' দেবাংশু! উঠল 'খেলা হবে' স্লোগান...

একুশের জুলাইয়ের মঞ্চে তৃতীয় সারি থেকে প্রথম সারিতে কার্যত দেবাংশুকে তুলে আনল তৃণমূল সমর্থকরা। বৃহস্পতিবার ২১ জুলাইয়ের সভা শেষেও দেখা গেল দেবাংশুকে ঘিরে সেলফি তোলার হিড়িক তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ৷

Updated By: Jul 22, 2022, 12:20 PM IST
 'জনতার দাবিতে একুশের মঞ্চে তৃতীয় থেকে প্রথম সারিতে' দেবাংশু! উঠল 'খেলা হবে' স্লোগান...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, ধর্মতলায় তৃণমূলের প্রথম একুশে জুলাইয়ের সমাবেশ (TMC Martyr Day 2022)। কার্যত তৃণমূলের শক্তি প্রদর্শনের মঞ্চ। সেখানেও 'খেলা হবে' স্লোগানে বিজেপি উৎখাতের ডাক শোনা গেল সমর্থকদের কণ্ঠে। আর সেই স্লোগানের স্রষ্টা যখন খোদ উপস্থিত সমাবেশে তখন তো উচ্ছ্বাস ধরে রাখাই মুশকিল। 

তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) তৈরি এই স্লোগান। একুশের জুলাইয়ের মঞ্চে তৃতীয় সারি থেকে প্রথম সারিতে কার্যত তাঁকে তুলে আনল তৃণমূল সমর্থকরা। যুব নেতৃত্বদের মধ্যে দেবাংশুর জনপ্রিয়তা যে বেশি তা বিরোধী শিবিরও এক কথায় মেনে নেবে। তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে ৷ বৃহস্পতিবার ২১ জুলাইয়ের সভা শেষেও দেখা গেল দেবাংশুকে ঘিরে সেলফি তোলার হিড়িক তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ৷

এদিনও তাকে ঘিরে সেলফি উন্মাদনা চোখে পড়ল। এমনকী স্লোগান উঠল 'খেলা হবে'। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন দেবাংশু ৷ সঙ্গে ক্যাপশন, ‘‘সভা শেষে কাছে ডেকে নিলেন হাজার হাজার কর্মী..আমি কৃতজ্ঞ...’’

রাজনীতির মঞ্চে 'খেলা হবে'-র জুড়ি মেলা ভার। ওই স্লোগানে ভর দিয়ে বাংলার বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছে তৃণমূল। Tripura কিংবা উত্তরপ্রদেশের মতো রাজ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই স্লোগান। BJP-র বিরূদ্ধে লড়াই করার জন্য এই স্লোগানকে হাতিয়ার করেছে বিরোধীরা। 

প্রসঙ্গত, ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে হিন্দি ভাষায় লঞ্চ হতে চলেছে 'খেলা হবে'গানটি, সেই কথা আগেই জানিয়েছিলেন দেবাংশু। তিনি জানিয়েছিলেন, "হিন্দি ভাষাতেও খেলা হবে আসছে। সেটা লোকসভা নির্বাচনের আগে লঞ্চ হবে।" 

আরও পড়ুন, SSC SCAM: নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আচমকাই ED, তল্লাশি রাজ্যের ১৩ জায়গায়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.