যাদবপুরে গুন্ডা ইউনিট তৈরি হয়েছে, বললেন রাহুল, হেনস্থা নায়কোচিত নয়,মত তাপসের

যাদবপুরের ঘটনার নিন্দা করেছেন তৃণমূল নেতা তাপস রায় ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী। 

Updated By: Sep 19, 2019, 06:22 PM IST
যাদবপুরে গুন্ডা ইউনিট তৈরি হয়েছে, বললেন রাহুল, হেনস্থা নায়কোচিত নয়,মত তাপসের

নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে যাদবপুরের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করলেন তৃণমূল নেতা তাপস রায়। তাঁর মন্তব্য, এটা মোটেই নায়কোচিত কাজ নয়। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন,''যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গুন্ডা ইউনিট তৈরি হয়েছে''।           

বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ''যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গুন্ডা ইউনিট তৈরি হয়েছে। বিরোধী দল কোনওরকম কিছু করতে গেলে বাধা দেয়। গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে। অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের অনুষ্ঠানে গায়ক হিসেবে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। পশ্চিমবাংলায় গণতন্ত্র কতটা বিপন্ন এতে স্পষ্ট। গুন্ডা রাজনীতির আখড়া তৈরি হয়েছে যাদবপুরে।''  

যাদবপুরের ঘটনার নিন্দা করেছেন তৃণমূল নেতা তাপস রায় ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাপস রায়ের কথায়, এভাবে অপদস্থ হেনস্থা করা নায়কোচিত কাজ নয়। যে কোনও কাউকে সহজে হেনস্থা ও অপদস্থ করা যায়, এটা বড় ব্যাপার নয়। আমি এটাকে মোটেই ভালভাবে দেখছি না।''

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,''একজন সেমিনারে গিয়েছিলেন, কালো পতাকা দেখানো যেত। কিন্তু গায়ে হাত দিয়ে হেনস্থা করলে তাঁকেই সুবিধা করে দেওয়া হয়। এমন আচরম সমর্থনযোগ্য নয়। প্রতিবাদের একটা ধরন আছে। এমন আচরণ সমর্থনযোগ্য নয়।'' এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসও ঘটনাকে সমর্থন করেননি। তাঁর কথায়,''যাঁরা বাধা দিল, তাঁরা গণতন্ত্র বিরোধীদের উত্সাহিত করেছেন।''

আরও পড়ুন- হেনস্থার মধ্যেই যাদবপুরে উপাচার্যের সঙ্গে তুমুল তর্কাতর্কি বাবুলের, শেষে যোগ দিলেন অনুষ্ঠানে

.