নিয়ম ভাঙলে অভিভাবক হওয়া যায় না, অশোক গাঙ্গুলিকে টুইটারে খোঁচা ডেরেকের
আজ বিশ্ব মানবাধিকার দিবসের দিন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলিকে সরানোর দাবি আরও জোরদার করল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে কলকাতা হাইকোর্টে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে থাকার কথা অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলির।
আজ বিশ্ব মানবাধিকার দিবসের দিন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলিকে সরানোর দাবি আরও জোরদার করল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে কলকাতা হাইকোর্টে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে থাকার কথা অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলির।
তার আগেই শাসক দলের তরফে ডেরেক ও ব্রায়েন টুইট করেছেন, " বিচারপতি গাঙ্গুলির উচিত আজ বিশ্ব মানবাধিকার দিবসে পদত্যাগ করা। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়াই ঠিক কাজ হবে। যিনি নিয়ম ভাঙেন তিনি কখনও অভিভাবক হতে পারেন না।` পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও একই দাবি করেন এই তৃণমূল কংগ্রেস সাংসদ।
এদিকে, পদত্যাগের সম্ভাবনা আছে কিনা,তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতেই রাজি হননি রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলি।