বেলেঘাটায় কংগ্রেসের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বেলেঘাটায় কংগ্রেসের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কর্মিসভা শেষ হওয়ার পর বাড়ি ফিরছিলেন কংগ্রেস সমর্থকরা। পথে তৃণমূলের স্থানীয় লোকজন তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। প্রতিবাদে বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। দলের তরফে থানায় স্মারকলিপিও জমা দেওয়া হয়।

Updated By: Mar 5, 2014, 08:54 AM IST

বেলেঘাটায় কংগ্রেসের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কর্মিসভা শেষ হওয়ার পর বাড়ি ফিরছিলেন কংগ্রেস সমর্থকরা। পথে তৃণমূলের স্থানীয় লোকজন তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। প্রতিবাদে বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। দলের তরফে থানায় স্মারকলিপিও জমা দেওয়া হয়।

মঙ্গলবার বেলেঘাটা-বাইপাস ক্রসিংয়ে শিল্পকল্প ভবনে ছিল কংগ্রেসের কর্মিসভা। সোমেন মিত্র, প্রদীপ ঘোষ, কনক দেবনাথ, আমজাদ আলির মতো প্রদেশ নেতারা সভায় উপস্থিত ছিলেন। কর্মিসভা শেষ হওয়ার পর কংগ্রেস কর্মী এবং সমর্থকরা বাড়ির উদ্দেশে রওনা হন। তখনই তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

কংগ্রেসের অভিযোগ, এলাকায় তৃণমূলের পরিচিত লোকেরাই হামলা চালিয়েছে। প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি তপন আগরওয়ালের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার প্রতিবাদে বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। দলের তরফে থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়।

.