'পুনর্গণনা হোক', নন্দীগ্রামের পর হাইকোর্টে মামলা আরও ৪ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর

বলরামপুর কেন্দ্রে ভোট সংক্রান্ত যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ।

Updated By: Jun 18, 2021, 07:38 PM IST
'পুনর্গণনা হোক', নন্দীগ্রামের পর হাইকোর্টে মামলা আরও ৪ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর

নিজস্ব প্রতিবেদন: স্রেফ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, একুশের ভোটে হেরে হাইকোর্টে মামলা দায়ের করলেন আরও চারটি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। দাবি একটাই, পুনর্গণনা হোক। পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রে ভোট প্রক্রিয়া যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ দিল বিচারপতি শুভাশিস দাশগুপ্ত। বাকি মামলাগুলিতে কোনও নির্দেশ দেয়নি আদালত। পরবর্তী শুনানি ১৫ জুলাই।

পুরুলিয়া বলরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন শান্তিরাম মাহাতো। বিজেপি প্রার্থী বাণেশ্বর মাহাতোর কাছে মাত্র ৪২৩ ভোটে হেরেছেন তিনি। জিততে পারেননি উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী আলোরানী সরকার, হুগলির গোঘাটের মানস মজুমদার, পূর্ব মেদিনীপুরের ময়নার সংগ্রাম কুমার দলুই-ও। বিজেপি প্রার্থীর কাছে হেরেছেন সকলেই। কিন্তু ভোটের ফল নিয়ে সন্দিহান পরাজিতরা। 

আরও পড়ুন: গোড়াতে ভোট-হিংসার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য, চুপ করে বসে থাকতে পারে না: হাইকোর্ট

সূত্রের খবর, দলের অনুমতি নিয়ে নির্বাচনের ফল পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চার তৃণমূল প্রার্থী। আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে বিচারপতি শুভাশিস দাশগুপ্তের সিঙ্গল বেঞ্চে। এদিন অবশ্য় শুধুমাত্র বলরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর মামলাটিই শোনেন বিচারপতি। কী নির্দেশ দিলেন?  বলরামপুর কেন্দ্রের  RO এবং DEO ভোট প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় নথি সংরক্ষণ করে রাখতে হবে। বাকি তিনটি মামলার শুনানি কী হয়, সেটাই এখন দেখার। 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.