বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক টানতে তত্পর শাসকদল
বিধানসভা নির্বাচনের আগে পাখির চোখ সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। সেই লক্ষ্যে মুকুল রায়, সিপিএমের পর তত্পর শাসকদলও। সংখ্যালঘু উন্নয়নে প্রায় ২ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে নতুন করে ঝাঁপাচ্ছে তারা।
আগামী ৬ জুলাই জরুরী বৈঠক করবেন মুখ্যসচিব।
একবছরের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। লক্ষ্য সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক। কোমর বাধছে সব দল। পিছিয়ে নেই শাসক দলও। ডিসেম্বরের মধ্যে একগুচ্ছ প্রকল্প শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬ জুলাই বিভিন্ন
দফতরের অধিকারিক, জেলাশাসক ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যসচিব সঞ্চয় মিত্র। এরমধ্যে রয়েছে
পলিটেকনিক-৭টি
হস্টেল-৩৭৩ টি
আইটিআই ৩৯ টি
ইংরেজি মাধ্যম স্কুল ১২টি
মার্কেটিং হাব ১২৪ টি
রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রধান সচিব সহ অন্য আধিকারিকরা বিভিন্ন জেলায় গিয়ে সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক করেন। তাদের দাবি মেনে জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানের ওপর। তৈরি হচ্ছে মার্কেটিং হাব।
মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন কর্মতীর্থ। প্রতিটি কর্মতীর্থে দোকানঘর তৈরি করে সংখ্যালঘুদের মধ্যে বিতরন করবে সরকার। সব কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতেই বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। বৈঠকে পূর্ত দফতর,
HRBC-র প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। একইসঙ্গে চালু কাজগুলি শেষ করতে কতদিন সময় লাগবে তাদের থেকে তাও জেনে নেবেন মুখ্যসচিব।