২১ জুলাইয়ের ব্যানার লাগানো নিয়েই এবার তৃণমূলের অন্দরে গোষ্ঠীসংঘর্ষ

দলীয় নেত্রী যতই গোষ্ঠী সংঘর্ষ নিয়ে সতর্ক করুন না কেন, দলীয় কোন্দল কার্যত একইরকমভাবে চলছেই। ২১ জুলাইয়ের ব্যানার লাগানো নিয়েই এবার শাসকদলের অন্দরে গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ। ঘটনাটি গতকাল রাতের। গোষ্ঠীসংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে হরিশ মুখার্জি রোড।

Updated By: Jul 1, 2017, 12:32 PM IST
২১ জুলাইয়ের ব্যানার লাগানো নিয়েই এবার তৃণমূলের অন্দরে গোষ্ঠীসংঘর্ষ

ওয়েব ডেস্ক : দলীয় নেত্রী যতই গোষ্ঠী সংঘর্ষ নিয়ে সতর্ক করুন না কেন, দলীয় কোন্দল কার্যত একইরকমভাবে চলছেই। ২১ জুলাইয়ের ব্যানার লাগানো নিয়েই এবার শাসকদলের অন্দরে গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ। ঘটনাটি গতকাল রাতের। গোষ্ঠীসংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে হরিশ মুখার্জি রোড।

অভিযোগ, ব্যানার লাগানো নিয়ে ঝামেলা হয় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে। গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিসবাহিনী। রাতভর এলাকা ঘিরে চলে টহলদারি। তবে কোনও পক্ষের তরফেই এনিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়নি। 

আরও পড়ুন, ১১ জন সিনিয়র সচিবকে টপকে রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হচ্ছেন অত্রি ভট্টাচার্য

.