অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার মানলেন তিনি, চলে গেলেন তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদার

তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর কৃষ্ণনগরের বাড়িতে। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে নবদ্বীপ মহাশ্মশানে।

Updated By: Jun 12, 2020, 10:45 AM IST
অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার মানলেন তিনি, চলে গেলেন তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদার

নিজস্ব প্রতিবেদন: প্রয়াত  তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক অবনীমোহন জোয়ারদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বর্তমানে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন।
 দীর্ঘদিন ধরেই  তিনি অসুস্থ ছিলেন। ২০১৬ সালে সেরিব্রাল হয় তাঁর। তারপর কিছুটা বিপর্যয় কাটিয়ে ওঠেন। ২০১৮ সাল থেকে আবার শরীর খারাপ হয়। ২০১৯ সাল থেকে শুরু হয় তাঁর ডায়ালিসিস। চলতি বছরের জানুয়ারি মাসে রেনান ফেল করে।
আরও পড়ুন: 'অনেকেই উপসর্গহীন করোনা আক্রান্ত হচ্ছেন, সুস্থও হয়ে যাচ্ছেন', উপসর্গ না থাকলে আর টেস্ট নয়
শুক্রবার ভোর ৪ টে নাগাদ সল্টলেক এইচবি ব্লকে তাঁর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২০১১ সালে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে প্রথম বিধায়ক হন। তারপর আবার একই কেন্দ্র থেকে ২০১৬ সালে নির্বাচনে জিতে বিধায়ক হন তৃণমূলের বর্ষীয়ান এই নেতা। তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর কৃষ্ণনগরের বাড়িতে। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে নবদ্বীপ মহাশ্মশানে।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে আমরা মর্মাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।'

.