কোকেনকাণ্ডে ধৃত BJP নেতার সঙ্গে ধনখড়ের ছবি পোস্ট, ফের কল্যাণের নিশানায় রাজ্যপাল

টুইটারে ছবি পোস্ট তৃণমূল সাংসদের।

Updated By: May 25, 2021, 10:34 AM IST
কোকেনকাণ্ডে ধৃত BJP নেতার সঙ্গে ধনখড়ের ছবি পোস্ট, ফের কল্যাণের নিশানায় রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন: ফের রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Governor Jagdeep Dhankhar) নিশানা করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এবার সরাসরি কোকেনকাণ্ডে ধৃত বিজেপি (BJP) নেতা রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট করে আক্রমণ শানালেন তিনি।

আরও পড়ুন: Narada Scam: ইয়াসের জেরে বন্ধ থাকবে কোর্ট, বুধবারও হবে না নারদ শুনানি

সম্প্রতি টুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar) এবং রাকেশ সিংয়ের একটি ছবি পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। যে ছবিতে লেখা, ‘কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি?’ এরপর রাজ্যপালকে ট্যাগ করে ছবিটি পোস্ট করেন তৃণমূল সাংসদ। এর আগে, রাজ্যপালের অনুমতিতে নারদ কাণ্ডে শাসকদলের তিন মন্ত্রী-বিধায়ককে সিবিআই গ্রেফতার করলে, জগদীপ ধনখড়কে কড়া ভাষায় তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার নিদান দেন। মেয়াদ শেষে রাজ্যপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: '২০টি জেলায় ভয়াবহ আক্রমণ করবে ঘূর্ণিঝড়', জানিয়ে প্রস্তুতির খতিয়ান দিলেন Mamata

তিনি বলেন, 'এই নাটকের মূলে হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। যদি ফোন কলের তদন্ত হয়, তবে দেখা যাবে এই হেভিওয়েটদের গ্রেফতার করিয়েছেন তিনি। আমি নিশ্চিত রাজ্যপালই হলেন ভিলেন। উনি জেনেবুঝে বাংলার ক্ষতি করছেন। সংবিধান অনুযায়ী, এখন ওনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু সকলের কাছে আমি অনুরোধ করব, ধনখড়ের বিরুদ্ধে FIR করুন। যেদিন তাঁর মেয়াদ ফুরোবে। সেইদিনই যাতে ব্যবস্থা নেওয়া যেতে পারে।'

পালটা কল্যাণকে জবাব দেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। তৃণমূল সাংসদের মন্তব্যের নিন্দা করে তিনি জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) তৃণমূলের প্রবীণ নেতা। প্রবীণ সাংসদ। একজন অভিজ্ঞ আইনজীবী। তাঁর মন্তব্যে স্তম্ভিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিচার করবেন বাংলার সংস্কৃতিমনস্ক মানুষ।’

.