দল ছাড়তে এবার মুকুলের ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল
একের পর এক ইস্যুতে একসময় তিনিই ছিলেন তৃণমূলের সেনাপতি। রাজনীতির পালাবদলে আজ সেই মুকুল রায়ই ঘোর তৃণমূল বিরোধী। দলের বিরুদ্ধে তিনি মুখ খুলে চলেছেন লাগাতার। দল ছাড়তে তাই এবার মুকুলের ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল।
ওয়েব ডেস্ক: একের পর এক ইস্যুতে একসময় তিনিই ছিলেন তৃণমূলের সেনাপতি। রাজনীতির পালাবদলে আজ সেই মুকুল রায়ই ঘোর তৃণমূল বিরোধী। দলের বিরুদ্ধে তিনি মুখ খুলে চলেছেন লাগাতার। দল ছাড়তে তাই এবার মুকুলের ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল।
দলে থেকেও বেসুরো মুকুল রায়। রাষ্ট্রপতির ভাষণের ওপর সংশোধনীতে দলের হুইপ মেনে ভোট দিয়েও তিনি সমালোচনায় মুখর। কেন্দ্রে সরকার গঠনের নমাস পর মোদী-মমতা বৈঠক নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তিনি। গত শনিবার নন্দীগ্রামের পথে টেঙুয়া এবং তেখালিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিক্ষোভের মুখে পড়ে মুখ খোলেন মুকুল।
এরপরই মুকুল রায় ঘনিষ্ঠ মহলে দলের বিরুদ্ধে সরাসরি ল়ড়াইয়ের বার্তা দেন। সত্যর জন্য প্রয়োজনে দলের বিরুদ্ধে মুখ খুলবেন। নন্দীগ্রামের ঘটনাকে দুঃখজনক বলে তাঁর তোপ,তৃণমূলে অবক্ষয় শুরু হয়েছে।
দল ছাড়তে এবার মুকুল রায়ের ওপরও পাল্টা চাপ বাড়াচ্ছে তৃণমূল। প্রশ্ন উঠছে, বিজেপি-বামেদের টপকে ঘরশত্রু মুকুলই কি এবার হয়ে উঠবেন তৃণমূলের প্রধান বিজেপি-কাঁটা ?