'দিদিকে বলো'র পর সোমবার প্রশান্তের টোটকায় মেগা প্রচার অভিযান শুরু করছে TMC

লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে প্রশান্ত কিশোর। 

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Feb 29, 2020, 06:39 PM IST
'দিদিকে বলো'র পর সোমবার প্রশান্তের টোটকায় মেগা প্রচার অভিযান শুরু করছে TMC

কমলিকা সেনগুপ্ত

পুরভোটের প্রচারে রবিবার ঢাকে কাঠি দিচ্ছে রাজ্য বিজেপি। শহিদ মিনারে অমিত শাহের সভা থেকে সূচনা হচ্ছে বিজেপির প্রচার অভিযান 'আর নয় অন্যায়'। তার ২৪ ঘণ্টা পরে সূচনা হচ্ছে তৃণমূলের মেগা প্রচার অভিযান। ঘাসফুল শিবিরের দাবি, এমন প্রচার ব্যবস্থাপনা এর আগে কোনও রাজনৈতিক দল করেনি। পুরভোট সামনে হলেও প্রচারের মূল লক্ষ্য, ২০২১ সালে 'দিদি'কে মসনদে ফিরিয়ে আনা।               

সামনে পুরভোট। পরের বছর বিধানসভার লড়াই। লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে প্রশান্ত কিশোর। দিল্লিতে তিনি সদ্য কেজরীবালকে ওয়াপসি করিয়েছেন। বাংলায় ইতিমধ্যেই 'দিদিকে বলো' কর্মসূচি সফল। এর মধ্যে তথ্য সংগ্রহের কাজও চালিয়ে গিয়েছে প্রশান্তের দলবল। দ্বিতীয় দফার প্রচার হতে চলেছে আরও বৃহদাকারে। তৃণমূল সূত্রে খবর, আগামী ৭৫ দিন গোটা রাজ্যে প্রতিটি ব্লকে কাজ করবেন ১ লক্ষ কর্মী। 

প্রচারে কী তুলে ধরা হবে? 

মমতাই তৃণমূলের মুখ। মমতাই তৃণমূল। ঘাসফুল শিবিরের দায়িত্ব নিয়েই বুঝে গিয়েছিলেন প্রশান্ত কিশোর। ঠিক যেভাবে দিল্লিতেও আম আদমি পার্টির প্রচারে মুখ হয়ে উঠেছিলেন অরবিন্দ কেজরীবাল। প্রচার করা হয়েছে,'অচ্ছে বিতে পাঁচ সাল, লগে রহো কেজরীবাল।' পশ্চিমবঙ্গেও 'দিদিকে বলো' কর্মসূচির ভরকেন্দ্র ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। দ্বিতীয় দফার প্রচারে তুলে ধরা হবে, কেন বাংলার মসনদে দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি সাধারণ মানুষের কাছে তুলে ধরা তৃণমূলের বার্তা। 

কর্মপ্রক্রিয়া

১০টি ভাগে কাজ করতে হবে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কর্মীদের। সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কী কাজ করছে, তার খতিয়ান মানুষের কাছে তুলে ধরবেন তাঁরা।

'দিদিকে বলো'

প্রায় ৮ হাজার ৫০০ গ্রামে চলেছে 'দিদিকে বলো' কর্মসূচি। কমপক্ষে ৭ হাজার গ্রামে রাত্রিবাস করেছে তৃণমূল নেতৃত্ব। সড়ক,স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, শিক্ষা ইত্যাদি সংক্রান্ত সমস্যা এসেছে 'দিদিকে বলো'তে। নতুন প্রচার অভিযানের সঙ্গে চালু থাকবে ওই কর্মসূচি।   

আরও পড়ুন- 'আর নয় অন্যায়', শহিদ মিনারে পুরভোটের দিশা দেখাবেন অমিত

.