সিঙ্গুর নিয়ে গণ আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল, সিদ্ধান্ত বৈঠকে
আইনি লড়াইয়ের পাশাপাশি গণ-আন্দোলনের পথে সিঙ্গুর সমস্যা সমাধানের পথ খুঁজছে তৃণমূল কংগ্রেস। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাউন হলের বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনি লড়াইয়ের পাশাপাশি গণ-আন্দোলনের পথে সিঙ্গুর সমস্যা সমাধানের পথ খুঁজছে তৃণমূল কংগ্রেস। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাউন হলের বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। একই সঙ্গে বৈঠকে ঠিক হয়েছে, সিঙ্গুরের খেতমজুর ও বর্গাদারদের অধিকার সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, সিঙ্গুরের জমি ফেরতের দাবিতে একাধিক আন্দোলন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন পিডিএস নেতা সমীর পূততুণ্ড।
সরকারে তৃণমূল কংগ্রেস। জমি ফেরত দেওয়ার দায়িত্ব তাদেরই। তাহলে, কার বিরুদ্ধে আন্দোলন ? তবে, কি আদালতের রায়ের বিরুদ্ধেই জনমত গঠনের চেষ্টা ? শনিবারের বৈঠকের পর উঠছে প্রশ্ন। এদিন, যেসব দলকে বৈঠকে ডাকা হয়, ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে তৃণমূল নেত্রীর যোগাযোগ অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছিল।
সিঙ্গুর সমস্যা সমাধানের পথ খুঁজতে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও, তিনি নিজে এদিন সাংবাদিকদের মুখোমুখি হননি।